Aajbikel

এই দুই স্টেশনের মাঝে দূরত্ব মাত্র ১ সেকেন্ডের! রয়েছে খাস কলকাতাতেই, অবাক হচ্ছেন তো?

 | 
ট্রেন

কলকাতা: রহস্যে ঘেরা ভারতীয় রেলের ইতিহাস৷ আমাদের দেশে এমন বহু স্টেশন রয়েছে, যার সঙ্গে জুড়ে রয়েছে নানা অজানা কাহিনি৷ কম খরচে, কম সময়ের মধ্যে এক জায়গা থেকে অরেক জায়গায় পৌঁছে যাওয়ার জন্য ট্রেনের জুড়ি মেলা ভার৷ আর দূর যাত্রার সঙ্গী এক্সপ্রেস৷ সেখানেও খরচ সাধ্যেরই মধ্যে৷ সর্বস্তরের মানুষ রেল পরিষেবায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। রেল পরিষেবা উন্নতিকরণের কাজে নিরলস পরিশ্রম করে চলেছে ভারতীয় রেলও। আজ আপনাদের এমন দুটো স্টেশনের গল্প শোনাব, যা অনেকেরই অজানা৷ এই দুই স্টেশনের মধ্যে ট্রেন চলাচলে সময় লাগে মাত্র ১ সেকেন্ড!  কিন্তু কোথায় আছে এই স্টেশন?  এই স্টেশন আছে খাস কলকাতাতেই৷

আরও পড়ুন- ‘মোটাদা টুকি’, জেলের ভিতরে টিপ্পনিতে জেরবার, রেগে কাঁই পার্থ চট্টোপাধ্যায়

এমনটা শুনে অবাক হচ্ছেন? ভাবছেন তো দুটো স্টেশনের মধ্যে দূরত্ব তাহলে কত? এই নিয়ে ধন্দ্ব না বাড়িয়ে জেনে নিন দুই স্টেশনের ব্যবধান৷ এই দুই স্টেশনের মধ্যে দূরত্ব হল মাত্র ২০০ মিটার! সাধারণত, দুটি স্টেশনের মধ্যে অনেকটাই দূরত্ব থাকে। হল্ট স্টেশনগুলোর দূরত্ব অন্তত ২-৩ কিমি হয়৷  কিন্তু, এই স্টেশনদুটি হল ব্যতিক্রম। আরও বেশি অবাক করার বিষয় হল, দেশের অন্য কোনও প্রান্তে নয়৷ এই দুটি স্টেশন রয়েছে খাস কলকাতাতেই। কলকাতা সাব-আর্বান রেলের অধীনে টালিগঞ্জ এবং লেকগার্ডেন্স স্টেশনের মাঝের দূরত্ব নামমাত্র! 


 টালিগঞ্জের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন্সের প্ল্যাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার! যা শুনলে অনেকেই হয়তো অবাক হয়ে যাবেন৷ এই দূরত্ব লোকাল ট্রেনের ৪ টে বগির সমান। অবশ্য দেশের আরও অনেক জায়গাতেই কম দূরত্বের স্টেশন রয়েছে৷ কিন্তু, এতটা কম দূরত্বের দুটি স্টেশন গোটা দেশে আর কোথাও নেই। আরও একটা মজার বিষয় হল, ১২ কোচের কোনও ট্রেন এসে দাঁড়ালে এই দুই স্টেশন থেকেই যাত্রীরা ট্রেনে উঠে যেতে পারেন।

স্টেশন নিয়ে দেশে অনেক অজানা গল্পই রয়েছে৷ কিন্তু জানেন কি ট্রেনের পুরো অর্থ কী? ট্রেনকে যে রেলগাড়ি বলে, তা প্রায় সকলেরই জানা৷ কিন্তু,  ট্রেন শব্দের অর্থ কী? ট্রেনের ফুল ফর্ম বা পুরো অর্থ হল ট্যুরিস্ট রেলওয়ে অ্যাসোসিয়েশন ইএনসি (Tourist Railway Association Inc) ৷ আর আইআরসিটিসি (IRCTC)-র পুরো অর্থ হল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering & Tourism Corporation)৷ ফলে এবার কেউ প্রশ্ন করলে, চট করে বলে দিতে পারবেন৷ 

 

Around The Web

Trending News

You May like