নির্বাচনী আধিকারিকদের চিঠি, ভোটের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের

নির্বাচনী আধিকারিকদের চিঠি, ভোটের প্রস্তুতি শুরু নির্বাচন কমিশনের

কলকাতা: উপনির্বাচন নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠালেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিফ আফতাব৷ পশ্চিমবঙ্গে ৫টি বিধানসভা আসনে উপনির্বাচন ও ২টি আসনে হবে নির্বাচন৷  

আরও পড়ুন- ১০০ দিনের মধ্যে আসছে তৃতীয় ঢেউ, হাত জোর করে বিধি মানার পরামর্শ ববির!

এদিন কোচবিহার, কলকাতা দক্ষিণ, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা ও  নদিয়া জেলার নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠালেন আরিফ আফতাব৷ দিন কয়েক আগেই তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে দ্রুত নির্বাচন করার আর্জি জানিয়েছিলেন৷ পাশাপাশি স্মারকলিপিও জমা দিয়েছিলেন তাঁরা৷ এর পরেই এই চিঠি৷ তবে কি দ্রুত উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে? এমন প্রশ্ন উঠেছে৷ যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনও ঘোষণা হয়নি৷ তবে ফল প্রকাশের ৬ মাসের মধ্যে নির্বাচন করতেই হবে৷ তবে এই উপনির্বাচন এখন নির্ভর করছে করোনা পরিস্থিতির উপরে৷ করোনা পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়, সেই দিকেই তাকিয়ে রয়েছে সকলে৷ 

আরও পড়ুন- রাজ্যে ফের ভুয়ো IAS- এর হদিশ, লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ কৃষ্ণনগরে

তবে দিনক্ষণ ঘোষণার আগেই নিজেদের প্রস্তুতি সেরে রাখতে চাইছেন মুখ্য নির্বাচনী আধিকারিক৷ ইতিমধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়ে আরিফ আফতাব বলেছেন, ভিভিপ্যাট ও ইভিএম পরীক্ষা সেরে রাখতে৷ কোচবিহারের দিনহাটা, কলকাতা দক্ষিণে ভবানীপুর, দক্ষিণ ২৪ পরগণার গোসাবা, উত্তর ২৪ পরগণার খরদা এবং নদিয়ার শান্তিপুরে উপনির্বাচন হবে৷ এর মধ্যে নিশ্চিত ভাবেই নজরে থাকবে ভবানীপুর৷ কারণ এই কেন্দ্র থেকে দাঁড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল৷ ওই দুটি কেন্দ্রেও নির্বাচন হবে৷ তার আগে ভিভিপ্যাট ও ইভিএম-এর পরীক্ষা সেরে রাখতে চাইছে কমিশন৷ যাতে দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই প্রস্তুত থাকতে পারে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 1 =