১০০ দিনের মধ্যে আসছে তৃতীয় ঢেউ, হাত জোর করে বিধি মানার পরামর্শ ববির!

১০০ দিনের মধ্যে আসছে তৃতীয় ঢেউ, হাত জোর করে বিধি মানার পরামর্শ ববির!

 

কলকাতা: ১০০ দিনের মধ্যে আসতে চলেছে করোনার তৃতীয় ঢেউ৷ তাই হাত জোর করে সকলের কাছে করোনা বিধি মেনে চলার কথা বললেন কলকাতা পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম ওরফে ববি৷

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ববি বলেন, ‘‘হাত জোড় করে কলকাতাবাসীর কাছে অনুরোধ করছি সকলেই করোনা বিধি মেনে চলুন। নিরাপদে থাকুন৷ না হলে আগামী দিনে করোনা আরও ভয়াবহ আকার নিতে পারে৷ কারণ, আগামী ১০০ দিনের মধ্যে করোনার তৃতীয় ওয়েভ আসতে চলেছে।’’ অভিযোগ করেছেন, ‘‘অন্যান্য রাজ্যের তুলনায় কেন্দ্র বাংলার জন্য কম ভ্যাকসিন বরাদ্দ করছে৷ প্রয়োজনের তুলনায় মাত্র ১৫% ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। যদি এভাবে চলতে থাকে আগামী দিনে তীব্র সংকটের মধ্যে পড়তে হবে৷’’

একই সঙ্গে তাঁর আশ্বাস, ‘‘তাই আমরা শুধুমাত্র কেন্দ্রের ভরসায় বসে নেই৷ আমরা অন্যত্র থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছি৷ যাতে ওই সময়ের আগেই ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করা যায়৷’’ কলকাতা পৌরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জানান , করোনার জন্য পোলিও টিকা বন্ধ থাকছে না। সমান তালে পোলিও টিকা দেওয়া হচ্ছে। তবে খুব দুঃখজনক ব্যাপার, সাধারণ মানুষের উপর বোঝা বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে৷ পর্যাপ্ত ভ্যাকসিন আসলে কলকাতায় ভ্যাক্সিনেশন প্রক্রিয়া এতদিনে শেষ হয়ে যেত বলেও এদিন দাবি করেছেন ফিরহাদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + seven =