কুন্তলের ব্যাঙ্কের নথিতে নাম! নিয়োগ দুর্নীতিতে ডাক পড়ল টলি অভিনেতা বনির, টাকা কি পেয়েছেন?

কুন্তলের ব্যাঙ্কের নথিতে নাম! নিয়োগ দুর্নীতিতে ডাক পড়ল টলি অভিনেতা বনির, টাকা কি পেয়েছেন?

 কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ফের নাম জড়াল টলিউডের৷ তবে তদন্তের স্বার্থে এই প্রথম ডেকে পাঠানো হল কোনও অভিনেতাকে৷  চলতি সপ্তাহেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।  এ প্রসঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যম বনির সঙ্গে যোগাযোগ করলে জানান, তিনি ইডি দফতরে যাবেন৷ শুক্রবারই বনিকে তলব করেছে ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাঙ্কের নথিতে বনির নাম রয়েছে। সেই সূত্র ধরেই তাঁকে তলব করা হয়েছে। তবে শুধু বনিই নন, জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি তদন্তে ইডি-র আতশকাচের নীচে রয়েছেন এক অভিনেত্রীও। চলতি সপ্তাহে ডেকে পাঠানো হয়েছে কুন্তলের কয়েকজন এজেন্টকেও৷ 

আরও পড়ুন- ফের বিপুল অঙ্কের টাকা উদ্ধার শহরে! এবার সকলের চোখ নিউটাউনে

ঘটনাচক্রে, হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিকাণ্ডে শুক্রবার শান্তনুকেও তলব করেছে ইডি৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের গ্রেফতারির পর থেকে একাধিক বার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷

গত ফেব্রুয়ারি মাসে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল শান্তনুকে। সেই সময়ও তাঁকে দীর্ঘ ক্ষণ জেরা করেছিলেন ইডির আধিকারিকেরা। শান্তনুর কাছ থেকে সম্পত্তির নথি চায় ইডি৷ কুন্তলের সঙ্গে শান্তনুর টাকাপয়সার লেনদেন হয়েছিল কি না, সেই বিষয়ে প্রশ্ন করবেন ইডির আধিকারিকেরা৷