কলকাতা: সারদাকাণ্ডে এবার সুরজিৎ কর পুরকায়স্থকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ নোটিস পাঠানো হয়েছে রজত মজুমদারকেও৷ দুই প্রাক্তন আইপিএস অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে৷ ২৫ মার্চ ইডি’র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে সুরজিৎ কর পুরকায়স্থকে৷ অন্যদিকে প্রাক্তন আইপিএস অফিসার রজত মজুমদারকে ২৪ মার্চ হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে৷
আরও পড়ুন- EVM-এর সঙ্গে হোক VVPAT গণনা! তৃণমূল নেতার আর্জি খারিজ হাইকোর্টে
সারদা মামলায় সুরজিৎ কর পুরকায়স্থ এবং রজত মজুমদার দু’জনকেই জিজ্ঞাসাবাদ করতে চান ইডি’র আধিকারিকরা৷ তাঁদের দু’জনকেই ইডি’র সিজিও কমপ্লেক্সের দফতরে তলব করা হয়েছে৷ প্রসঙ্গত, এর আগে রজত মজুমদারকে গ্রেফতারও করেছিল সিবিআই৷ তাঁকে দফায় দফায় জেরাও করা হয়েছিল৷ কিন্তু এই প্রথম নোটিস পাঠিয়ে তলব করা হল সুরজিৎ কর পুরকায়স্থকে৷ সারদার একাধিক অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে৷ সারদার হয়ে কথা বলতেও শোনা গিয়েছিল সুরজিৎকে৷ তাঁর সঙ্গে সুদীপ্ত সেনের কোনও বৈঠক হয়েছিল কিনা, তাঁর সঙ্গে সুদীপ্ত সেনের কী সম্পর্ক ছিল, সেই সকল তথ্য জানতে চাইছে ইডি৷ পাশাপাশি সারদা চিটফান্ড কাণ্ডে টাকা পাচার ও লেনদেন নিয়েও তাঁকে প্রশ্ন করতে চান ইডি’র আধিকারিকরা৷ প্রসঙ্গত, সারদাকাণ্ডে আর্থিক তছরুপের বিষয়টি নিয়ে তদন্ত করছে ইডি। এই লেনদেন থেকে কারা কারা লাভবান হয়েছিল, সে বিষয়েও জানতে তারা৷
আরও পড়ুন- সায়নী না অগ্নিমিত্রা, কে ফোটাবেন ফুল? নজরকাড়া দ্বৈরথের সাক্ষী আসানসোল
অন্যদিকে, সারদার পে রোলে ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার রজত মজুমদার৷ সেখানে তিনি বিশেষ পদেও ছিলেন৷ সারদায় হয়ে তিনি কী কাজ করতেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি, তা জানতেই তাঁকে তলব করা হয়েছে৷ এই দুই প্রাক্তন আইপিএস অফিসারের সঙ্গে সুদীপ্ত সেনের কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সে বিষয়েও জানতে চান ইডি’র গোয়েন্দারা৷ অন্যদিকে, আজ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা মদন মিত্রের৷