শীতলকুচিকাণ্ডের জের! গুলি চালাতে পারবে না কেন্দ্রীয় বাহিনী, সাফ নির্দেশ কমিশনের

শীতলকুচিকাণ্ডের জের! গুলি চালাতে পারবে না কেন্দ্রীয় বাহিনী, সাফ নির্দেশ কমিশনের

কলকাতা: চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি৷ এই ঘটনায় কিছুটা হলেও কোনঠাসা নির্বাচন কমিশন৷ রাজ্যে দ্বিতীয়বার শীতলকুচির মতো ঘটনা রুখতে তৎপর তারা৷ শীতলকুচি থেকে শিক্ষা নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কমিশন৷ কমিশনের সাফ নির্দেশ নির্বাচনী বুথের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত হলেও, কোনও পরিস্থিতিতে গুলি চালানো যাবে না৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিআরপিসি’র ১৫১ বা ১৮৮ ধারায় সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করতে হবে৷ 

আরও পড়ুন- বেলাগাম করোনায় কীভাবে হবে নির্বাচন? গুচ্ছ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের!

এদিন নির্বাচন কমিশন জানান, প্রয়োজনে জৈনিক ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসুন৷ প্রসঙ্গত, নয়া মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্রের সঙ্গে এদিন বৈঠকে বসেন রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষক, মুখ্য নির্বাচনী আধিকারিক–সহ অন্যান্য আধিকারিকরা৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চলে বৈঠক৷ আর ওই বৈঠকেই উঠে আসে শীতলকুচির প্রসঙ্গ৷ এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, কোনও অবস্থাতেই গুলি চালাবে না কেন্দ্রীয় বাহিনী৷ সেই সঙ্গে শীতলকুটির ঘটনায় যে ভিডিয়ো সামনে এসেছে তা যাচাই করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে কমিশন৷ 

এছাড়াও প্রচারে নিষেধাজ্ঞা জারির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনার প্রসঙ্গও উঠে আসে আলোচনায়৷ তাঁর ধরনার মধ্যে কোনও আপত্তিকর বিষয় নেই বলেও জানায় কমিশন৷ তবে এক দফায় বাকি দফার ভোট করার পরিকল্পনা কমিশনের নেই বলেও জানানো হয়৷ কারণ এর জন্য যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হবে, তার ব্যবস্থা করা কোনও ভাবেই সম্ভব নয়৷ 

আরও পড়ুন- ১লা বৈশাখে নতুন রেকর্ড করোনার, রাজ্যে আক্রান্ত প্রায় ৭,০০০

এদিন বৈঠকের পর বিবেক দুবে বলেন, শীতলকুচিতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বুথ দখল হতে পারত৷ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি ছাড়া এখানে ভোট গ্রহণ সম্ভব নয়৷ পাশাপাশি এবার থেকে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে করোনা নিয়েও বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে৷ ভোট দিতে গিয়ে কেউ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে জানাতে হবে৷ পাশাপাশি প্রতিটি জনসভায় সকলকে মাস্ক পরে যেতে হবে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =