প্রকাশিত উপনির্বাচনের নির্ঘণ্ট, কিন্তু কোন শর্তে ভোট? জানাল কমিশন

প্রকাশিত উপনির্বাচনের নির্ঘণ্ট, কিন্তু কোন শর্তে ভোট? জানাল কমিশন

44ad1a2ffc3b66b92869680d399e8ebe

কলকাতা:  অবশেষে বাংলা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন৷ আগামী ৩০ সেপ্টেম্বর ভোট হবে ৩ কেন্দ্রে৷ এর মধ্যে রয়েছে হাইভোল্টেড ভবানীপুর এবং জঙ্গিপুর ও সামসেরগঞ্জ৷ রাজ্যে বকেয়া বিধানসভা ভোট এবং উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর কমিশনের তরফ আজ একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে৷ জারি করে হয়েছে গুচ্ছ শর্ত৷ 

আরও পড়ুন- শুধু ভবানীপুরের দিন ঘোষণা! কমিশনের সিদ্ধান্তে ‘সন্দেহ’ দিলীপের

কমিশনের তরফে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে ভোটের আয়োজন করার জন্য  একাধিক নিয়ম বলবৎ করা হয়েছে। মনোনয়নপত্র পেশ থেকে প্রচার, সামগ্রিক ভোট পর্বে সংশ্লিষ্ট ব্যক্তি কঠোরভাবে কোভিড বিধি মেনে চলতে হবে। মনোনয়ন জমা দেওয়ার সময় কোনও মিছিল করা যাবে না। রিটার্নিং অফিসারের দফরের ১০০ মিটারের মধ্যে মাত্র ৩টি গাড়ি রাখার অনুমতি মিলবে৷ রুদ্ধদ্বার প্রচার সভার ক্ষেত্রে সর্বোচ্চ ২০০ জন অথবা আসন সংখ্যার ৩০ শতাংশ, লোক উপস্থিত থাকতে পারবে৷ যেটি কম হবে সেই অনুপাতে লোক সংখ্যা ঠিক করা হবে৷ কমিশনের তরফে আরও বলা হয়েছে, সর্বোচ্চ ১ হাজার জন অথবা ৫০ শতাংশ লোক নিয়ে রাজনৈতিক দলগুলি খোলা জায়গায় প্রচার সভার আয়োজন করতে পারবে। প্রচারে কোনও রকম রোডশো, বাইক র্যা লির আয়োজন করা যাবে না। ভোটগ্রহণের ৭২ ঘন্টা আগে প্রচার পর্ব শেষ করতে হবে৷ 

আরও পড়ুন- মমতার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা! জল্পনায় ইতি

৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে। একই দিনে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও ভোট নেওয়া হবে। ৩ অক্টোবর ভোট গননা হবে। ওই দিন  ওডিশার পিপলি কেন্দ্রেও ভোট নেওয়া হবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বাংলায় ৩টি আসনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর।  ১৪ সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *