কলকাতা: ভবানীপুর সহ মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের ভোটগ্রহণের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর হবে ভোটগ্রহণ। ফল ঘোষণা অক্টোবরের ৩ তারিখ। অনেকদিন ধরেই উপনির্বাচন নিয়ে জলঘোলা চলছিল। তৃণমূল একাধিকবার নির্বাচন কমিশনের দারস্থ হয়েছিল এর কারণে। শেষে রাজ্য নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছিল যে তারা ভোট করাতে প্রস্তুত। তবে এখন দিনক্ষণ ঘোষণা হতেই ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নির্বাচন কমিশন কোনরকম ভাবে প্রভাবিত কিনা, প্রশ্ন তুললেন তিনি।
আরও পড়ুন- খাবার নষ্ট করায় নির্মম শাস্তি! ৩ বছরের শিশুর সারা গায়ে গরম খুন্তির ছ্যাঁকা দিল মা
ভবানীপুর ছাড়া বাকি কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেহেতু বিধানসভা ভোটে হেরে গিয়েছিলেন তাই নিয়ম অনুযায়ী তাঁকে আগামী ৬ মাসের মধ্যে কোন একটি কেন্দ্র থেকে জিতে আসতে হত না হলে সাংবিধানিক সংকট হতে পারত। সেই কারণেই ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের নিয়ে আগে সিদ্ধান্ত নিয়েছে তারা। আর ঠিক এই জায়গাতেই প্রশ্ন তুলছেন দিলীপ। তাঁর বক্তব্য, রাজ্যে পাঁচটি আসনে উপনির্বাচন হওয়ার কথা। কিন্তু একমাত্র ভবানীপুরের জন্য দিন ঘোষণা কেন হল? যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। এদিকে আবার রাজ্যের সিপিএম নেতৃত্বের দাবি, বিজেপি এবং তৃণমূল নিজেদের মধ্যে বোঝাপড়া করেছে, তার ফল এই দিন ঘোষণা।
আরও পড়ুন- আফগান সীমান্তে জঙ্গি হামলা, ক্রমাগত বিস্ফোরণ! নিহত পাক-সেনা
কমিশনের তরফ থেকে জানানো হয়েছে তিন আসনের জন্য,মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর জমা পড়া মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া। করোনা পরিস্থিতিতে ভোটের আয়োজন করার জন্য নির্বাচন কমিশন একাধিক নিয়ম বলবৎ করেছে। উল্লেখ্য, ভবানীপুরের পাশাপাশি উপনির্বাচন হওয়ার কথা উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনায় গোসাবায়। এছাড়াও বিধানসভায় জিতেও সাংসদ পদে থেকে যাবেন বলে দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। সেখানেই উপনির্বাচন হবে। কিন্তু এখনই সেই কেন্দ্রের দিন ঘোষণা করেনি নির্বাচন কমিশন।