কলকাতা: বিতর্কিত মন্তব্যের জেরে কমিশনের কোপে একযোগে তৃণমূল ও বিজেপি নেতা৷ এক সঙ্গে নিষেধাজ্ঞার মুখে পড়লেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ ও বিজেপি নেতা সায়ন্তন বসু৷ উভয়ের প্রচারেই ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হল৷ রবিবার সন্ধে ৭টা থেকে সোমবার সন্ধে ৭টা পর্যন্ত দুজনেই প্রচার করতে পারবেন না৷
আরও পড়ুন- উদ্বেগ বাড়াচ্ছে করোনা, কেন্দ্রের সহযোগিতা চেয়ে মোদীকে চিঠি মমতার
এদিন কমিশনের তরফে জানানো হয়, সায়ন্তন এবং সুজাতা উভয়েই জনপ্রতিনিধিত্ব আইন ভঙ্গকারী মন্তব্য করেছেন৷ তাঁরা শো-কজ চিঠির যে জবাব দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়৷ সুজাতা মণ্ডল খাঁ তফশিলি জাতি নিয়ে যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে মুক্তার আব্বাস নাকভি কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন৷ তাঁর পরিপ্রেক্ষিতেই তাঁকেই শোকজ করা হয়েছে৷ যাঁর উত্তরে তিনি বলেন তফশিলি জাতির প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে৷ কিন্তু যে ভাবে তাঁ উপর হামলা চালানো হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন৷ কিন্তু তাঁর জবাবে সন্তুষ্ট নয় কমিশন৷ তার জেরেই সুজাতাক উপর ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ প্রসঙ্গত, নিজে তফশিলি জাতির প্রতিনিধি হয়েও সুজাতা বলেছিলেন, ‘‘এই এলাকার তপশিলিরা হল স্বভাবত ভিখারি। মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু করার পরেও কটা টাকার জন্য ভোটের আগে বিজেপির কাছে বিক্রি হয়ে গেল।’’
আরও পড়ুন- ‘ফেঁসে যাবেন, পাশে থাকবে না সরকার,’ কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি মমতার
অন্যদিকে শীতলকুচি নিয়ে মন্তব্য করেছিলেন সায়ন্তন বসু৷ গত ১০ এপ্রিল শীতলকুচি কাণ্ডের পর শোলে ছবির সংলাপের অনুকরণ করে তিনি বলেছিলেন, ‘‘ওরা একজনকে মারলে আমরা চার জনকে মারবো।’’ তাঁর এই বক্তব্য উস্কানিমূলক দাবি করে কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল। এর পর সায়ন্তনকেও শো কজ করা হয়৷ এর জবাবে তিনি বলেন, তৃণমূল বিভেদ সৃষ্টি করতে চাইছে৷ তিনি এমনটা বলতে চাননি৷ কিন্তু তাঁর জবাবেও সন্তুষ্ট হতে পারেনি কমিশন৷ ফলে সায়ন্তন বসুর প্রচারেও ২৪ ঘণ্টা নিষেধাজ্ঞা জারি করা হয়৷