কার্নিভাল নিয়ে ২৫ দফা গাইড লাইন, জেলা প্রশাসনকে সমন্বয় কমিটি গঠনের নির্দেশ

কার্নিভাল নিয়ে ২৫ দফা গাইড লাইন, জেলা প্রশাসনকে সমন্বয় কমিটি গঠনের নির্দেশ

3f4d41e0a9e84e48e9a32bd1dcd5bdcf

কলকাতা: আগামীকাল অর্থাৎ শুক্রবার এবং শনিবার কলকাতা সহ রাজ্যের সবকটি জেলায় শান্তিপূর্ণভাবে প্রস্তাবিত দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করার জন্য প্রতিটি জেলা প্রশাসনকে একটি সমন্বয় কমিটি তৈরির নির্দেশ দিল রাজ্য সরকার। গতকাল উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজারে দুর্ঘটনার পর বিসর্জনের ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা ও কড়া নজরদারির কথা বলা হয়েছে। বিপর্যয় মোকাবিলা দলগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে৷ 

আরও পড়ুন- ৬ কোটির ওপর আয়! পুজোর দিনগুলিতে বড় লক্ষ্মীলাভ মেট্রোর

নবান্ন থেকে জারি করা পঁচিশ দফা একটি গাইডলাইন জারি করা হয়েছে৷ পুজো কমিটিগুলির সঙ্গে কথা বলে কোন মহকুমা শহরে শোভাযাত্রার আয়োজন করা হবে তা স্থির করার কথা বলা হয়েছে। প্রয়োজনে জেলাস্তরে বিশ্ব বাংলা স্মারক সম্মানের জন্য গঠিত বিচারক মন্ডলীর মতামত নিয়ে  কার্নিভালে অংশ নিতে ইচ্ছুক পুজোকমিটিগুলিকে চিহ্নিত করতে হবে বলেও জানানো হয়েছে। যে রাস্তা ধরে কার্নিভাল হবে তার দু’ধারে সাধারণ মানুষ যাতে দাঁড়াতে বা বসতে পারেন সেই ব্যবস্থা রাখার কথাও গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গ, শারদোৎসহ শেষে শুক্রবার এবং শনিবার কলকাতার রেড রোডে রাজ্যস্তরের মূল কার্নিভালটি অনুষ্ঠিত হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল৷