নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই দেশজুড়ে প্রকট হয়ে উঠেছে অক্সিজেনের আকাল। দেখা দিয়েছে হাসপাতালে বেডের সঙ্কট৷ অক্সিজেনের অভাবে ইতিমধ্যেই বহু রোগীর মৃত্যুর খবর মিলেছে। দিল্লি সহ একাধিক রাজ্যে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে৷ এই ঘাটতি মেতাটেই পিএম কেয়ার্স ফান্ডের টাকায় ৫০০টি অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট স্থাপন করতে চলেছে ডিআরডিও৷ আগামী তিন মাসের মধ্যেই এই প্লান্ট তৈরি করা হবে৷
আরও পড়ুন- পঞ্চম প্রজন্মের মিসাইল পাইথন-৫ এর ট্রায়াল সফল, জানাল DRDO
ইতিমধ্যেই ডিআরডিও-র তরফে টাটা অ্যাডভান্সড সিস্টেম এবং ট্রাইডেন্ট ফার্মাকে ৩৮০টি অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের জন্য প্রযুক্তি পাঠানো হয়েছে। তবে বাকি ১২০টি প্ল্যান্ট তৈরি করবে অন্যান্য সংস্থা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়ামের সঙ্গে মিলিতভাবে সেগুলি তৈরি করা হবে।
আরও পড়ুন- শুরুতেই যেন শেষ! বিকল CoWIN পোর্টাল, রেজিস্ট্রেশনে সমস্যা Arogya Setu-তেও
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই লিকুইড মেডিক্যাল অক্সিজেনের জোগান বেড়ে গিয়েছে ৮ হাজার ৯২২ মেট্রিক টন। আর কয়েক দিনের মধ্যে তা বেড়ে ৯ হাজার ২৫০ মেট্রিক টনে পৌঁছে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ গত বছর অগস্ট মাসে অক্সিজেনের চাহিদা ছিল ৫ হাজার ৭০০ মেট্রিক টন। প্রধানমন্ত্রীর দফতর থেকে এদিন একটি নির্দেশে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব অক্সিজেন কনসেনট্রেটর কিনে করোনায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির হাতে তুলে দিতে হবে। পাশাপাশি অক্সিজেন প্লান্ট তৈরির কথাও বলা হয়৷ জেলা সদর এবং শহরগুলির হাসপাতালে অক্সিজেনের সমস্যা মেটাতেঅ এই পদক্ষেপ।