শুরুতেই যেন শেষ! বিকল CoWIN পোর্টাল, রেজিস্ট্রেশনে সমস্যা Arogya Setu-তেও

শুরুতেই যেন শেষ! বিকল CoWIN পোর্টাল, রেজিস্ট্রেশনে সমস্যা Arogya Setu-তেও

নয়াদিল্লি: আগামী ১ মে থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ১৮ বছরের ঊর্ধ্বের করোনাভাইরাস টিকাকরণ প্রক্রিয়া। তার আগে আজ থেকে রেজিস্ট্রেশন শুরু হওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে। কিন্তু শুরু হতেই একের পর এক সমস্যা। রেজিস্ট্রেশনে ব্যাপক ভিড় হওয়ায় অচল হয়ে পড়ল CoWIN পোর্টাল। রেজিস্ট্রেশনে সমস্যা Arogya Setu অ্যাপেও। ফলে থমকে গেল তৃতীয় দফার টিকাকরণের নাম নথিভুক্তকরণের কাজ।

জানানো হয়েছিল, এদিন বিকেল চারটে থেকেই অনলাইনে নাম নথিভুক্ত করার পদ্ধতি শুরু হয়ে যাবে। ‌ সেই প্রক্রিয়া শুরু হবার অল্প সময়ের মধ্যেই ওয়েবসাইট ক্রাশ করে গেল। একাধিক ইউজারের কাছে মেসেজ আসতে শুরু করেছে যে সার্ভারে গন্ডগোল হচ্ছে। তাই আপাতত নাম নথিভুক্তকরণ এর কাজ স্থগিত হয়ে গিয়েছে। CoWIN পোর্টালের এবং অ্যাপের মত আরোগ্য সেতু অ্যাপেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, নির্দিষ্ট সময়ের শুরু থেকেই কিভাবে এই সমস্যা হতে পারে। সময়ের কিছুক্ষণ পর থেকে রেজিস্ট্রেশনের সমস্যা হলে সেখানে সার্ভার বা টেকনিক্যাল সমস্যা ব্যাখ্যা করা যায়। কিন্তু একেবারে প্রথম থেকেই এই সমস্যা কিভাবে শুরু হল তা নিয়ে এখন জোর আলোচনা। 

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল নয়া নির্দেশিকা জারি করে ১৮ ঊর্ধ্ব সকলকে টিকা দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার৷ এতদিন  স্বাস্থ্যকর্মী, ফ্রন্ট লাইন ওয়ার্কারস এবং ৪৫ ঊর্ধ্ব ব্যক্তিদের টিকা দেওয়া হচ্ছিল৷ আপাতত সমস্যা হলেও দেখে নেওয়া যাক, কোথায় ও কী ভাবে রেজিস্ট্রেশন করতে হবে? 

•    কোউইন পোর্টালের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা অনলাইনে নাম নথিভুক্ত করতে পারবেন৷ এর জন্য https://www.CoWin.gov.in/home- এ ভিজিট করতে হবে৷ 
•    সেখানে ‘রেজিস্টার নাও’ অপশনে গিয়ে আপনার ১০ সংখ্যার মোবাইল নম্বর দিতে হবে৷ সেই নম্বরে একটি ওটিপি আসবে৷ সেটি দেওয়ার পরেই প্রথম ধাপ সম্পন্ন হবে৷  
•    নাম রেজিস্টার করার সময় আপনাকে কিছু বেসিক তথ্য দিতে হবে৷ এর জন্য লাগবে ফটো আইডি প্রুফ৷ 

•     একটি মোবাইল ফোন নম্বর থেকে ৪ জনের নাম নথিভুক্ত করা যাবে৷ তবে চারজনেরই ছবি লাগবে৷ 
•     আধার কার্ড, প্যান কার্ডক বা ড্রাইভিং লাইসেন্সের যে কোনও একটি  আইডেনটিফিকেশন ডকুমেন্ট হিসাবে দিতে হবে৷  
•    এর পর পিনকোড দিতে হবে৷ যাতে নিকটবর্তী ভ্যাকসিন সেন্টারগুলি দেখা যায়৷ সরকারি ও বেসরকারি উভয় সেন্টারের নামই দেখানো হবে৷ 
•    এর পর পছন্দ মতো কেন্দ্রে টাইম স্লট বুক করে প্রসিড করতে হবে৷ এই সময় ও তারিখ বদল করা যেতে পারে৷ 
•     অ্যাপয়েন্টমেন্টের দিন অ্যাপয়েন্টমেন্ট স্লিপ এবং ফটো আইডি নিয়ে আসতে হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + ten =