বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত

বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত

কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আচমকা অবনতি৷ তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা নেমে গিয়েছে ৯০ শতাংশ এর নীচে। নিজে থেকে স্বাভাবিক ভাবে হাঁটাচলাও করতে পারছেন না৷ শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা৷ বুদ্ধদেববাবুকে আলিপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করার প্রস্তুতি চলছে৷  

আরও পড়ুন- যশের দাপটে পিছল নারদ মামলার শুনানি, আরও বাড়ল ৪ নেতামন্ত্রীর গৃহবন্দি থাকার মেয়াদ

অসুস্থ হওয়ার পর মোটামুটি ভালো ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ কিন্তু পুনরায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটল৷ জানা গিয়েছে গতকাল রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল৷ আজ সকালে বাড়াবাড়ি হওয়ায় চিকিৎসকরা উদ্বিগ্ন হয়ে পড়েন৷ তাঁর অক্সিজেন স্যাচুরেশন ৯০ এর নীচে নেমে যায়৷ ক্রমশ অক্সিজেনের মাত্রা কমছে৷ পাশাপাশি হাঁটাচলা ও কথা বলার ক্ষেত্রেও সমস্যা হচ্ছে৷ রয়েছে শ্বাসকষ্ট৷ কিছুটা অচেতনও হয়ে পড়েন৷ এই অবস্থায় বাড়িতে রেখে কোভিডের চিকিৎসা করার ঝুঁকি নিলেন না চিকিৎসকরা৷ তাঁকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ তবে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যের স্ত্রীর শারীরিক অবস্থা ভালো আছে৷ 

বেশ কয়েক দিন ধরেই কোভিডের চিকিৎসা চলছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবেদ ভট্টাচার্যের৷ বাড়িতে রেখেই চলছিল চিকিৎসা৷ তিনি সাড়াও দিচ্ছিলেন৷ কিন্তু গতকাল রাত থেকে তাঁর শারীরিক অবস্থায় ধীরে ধীরে অবনতি হতে থাকে৷ আজ সকালে তা অনেকটাই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয়৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *