যশের দাপটে পিছল নারদ মামলার শুনানি, আরও বাড়ল ৪ নেতামন্ত্রীর গৃহবন্দি থাকার মেয়াদ

যশের দাপটে পিছল নারদ মামলার শুনানি, আরও বাড়ল ৪ নেতামন্ত্রীর গৃহবন্দি থাকার মেয়াদ

কলকাতা:  বঙ্গোপসাগরের কোলে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় যশ৷ বুধবারই  বাংলার মাটিতে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়৷ তার জেরেই ফের পিছিয়ে গেল নারদ মামলার শুনানি। আগামি বুধবার ও বৃহস্পতিবার বার কলকাতা হাইকোর্ট ছুটি ঘোষণা করেছে। তবে কবে নারদ মামলার পরবর্তী শুনানি হবে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি৷ ফলে আপাতত গৃহবন্দিই থাকতে হবে নারদ মামলায় গ্রেফতার হওয়া চার হেভিওয়েট নেতামন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টপাধ্যায়কে৷ 

আরও পড়ুন- যশ: রাজনীতির রং না দেখে জনতার দুয়ারে পৌঁছে যাবে রেড ভলেন্টিয়ার্স

হাইকোর্টের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঘূর্ণিঝড় যশ-এর জন্য আগামী ২৬ ও ২৭ মে যান চলাচলের সমস্যা তৈরি হবে৷ সে কারণেঅ এই দুই দিন নারজ মামলার শুনানি সম্ভব নয়৷ পরবর্তী শুনানির দিন ২৭ মে নতুন করে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে৷ 

এদিকে রবিবার রাত থেকেই নতুন মোড় নিয়েছে নারদ মামলা৷ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে সিবিআই৷ যদিও সোমবার নির্ধারিত সময়েই কলকাতা হাইকোর্টে শুরু হয় নারদ মামলার শুনানি৷ সওয়াল জবাবের সময় রীতিমতো হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে৷ তবে শেষমেষ সোমবারও হল না চার হেভিওয়েট নেতার জামিনের শুনানি৷  

গতকাল শুনানির শুরুতেই সিবিআই-এর সলিসিটর জেলারেল তুষার মেহতা শুনানি পিছনোর আর্জি জানান৷ তিনি জানান, সিবিআই বিশেষ আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷ এর পরেই বিচারপতি হরিশ ট্যন্ডন তুষার মেহেতাকে পাল্টা প্রশ্ন করেন, ডিভিশন বেঞ্চ চার হেভিওয়েট নেতাকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছিল। তার বিরোধিতা করেই কি সুপ্রিম কোর্টে আবেদন করেছে তারা? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *