কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে মহার্ঘভাতা, কবে থেকে লাগু?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে মহার্ঘভাতা, কবে থেকে লাগু?

da1c0ea56a47a5a462df799c0543ff09

নয়াদিল্লি:  কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর৷ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা ডিএ৷ মহার্ঘভাতা বেড়ে হচ্ছে ৩৪ শতাংশ৷ মহার্ঘভাতা বৃদ্ধিতে সিলমোহর মন্ত্রিসভার৷ 

আরও পড়ুন- ৯০০-র বেশি প্যানেল তালিকাভুক্ত নাম বাতিল হল এবার!

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। সমস্ত কেন্দ্রীয় কর্মচারীরা ১ জানুয়ারি, ২০২২ থেকেই বর্ধিত মহার্ঘভাতা বা ডিএ-র সুবিধা পাবেন। শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে৷ মনে করা হচ্ছিল, সম্ভবত হোলির আগে ডিএ বৃদ্ধ করা হবে৷ কিন্তু, সেই সময় মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়নি৷ তবে বর্ধিত ডিএ ঘোষণা হতে বিলম্ব হলেও জানুয়ারি মাস থেকেই সেই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা৷ 

সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার বছরে ২বার ডিএ সংশোধন করে৷ জানুয়ারি এবং জুলাই মাসে৷ গত বছর অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের ডিএ ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৩১ শতাংশ করে৷ এবার আরও ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হল৷  অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ দাঁড়াল ৩৪ শতাংশে৷ সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ১ কোটির বেশি মানুষ৷ বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীর সংখ্যা ৫০ লক্ষের বেশি৷ তবে অবসরপ্রাপ্ত কর্মচারীর সংখ্যা প্রায় ৬৫ লক্ষ৷ মার্চ মাসের বেতনের সঙ্গেই নতুন ডিএ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের অ্যাকাউন্টে জমা পড়বে৷