কলকাতা: চলতি বছরেই আরও ২০ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় নিয়ে আসা হবে৷ এই লক্ষ্যমাত্রা সামনে রেখেই এগোচ্ছে রাজ্য সরকার৷ নবান্ন থেকে আজ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প নিয়ে জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই বৈঠকে তিনি ১ জানুয়ারির আগে ২০ হাজার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন- ‘বিয়ে করে বাবা হতে চলেছে, আর স্কুলে যাব না,’ ১৭ বছরেই স্কুল-ছুট একাদশের পড়ুয়া!
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার থেকে ১ জানুয়ারি ছাত্র দিবস হিসাবে পালন করা হবে৷ ছাত্র দিবসের আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আরও গতি আনতে উদ্যোগী হয়েছে রাজ্য। অন্যদিকে আজ এক লপ্তে বহু পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের অনুমোদনপত্র তুলে দেওয়ার কাজও শুরু হয়েছে। জেলায় জেলায় শিবির করে পড়ুয়াদের হাতে ঋণের কাগজ পত্র তুলে দেওয়া হয়। নবান্ন সূত্রে খবর, আজ শনিবার কলকাতা সহ গোটা রাজ্যে ১৭৬টি শিবিরের আয়োজন করা হয়েছিল। জেলা ছাড়াও মহকুমা স্তরে এই শিবিরের আয়োজন করা হয়। একদিনে ১১ হাজারের বেশি পড়ুয়ার হাতে ক্রেডিট কার্ড বা প্রাথমিক অনুমোদনপত্র ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। একদিনে বিলি হওয়া ঋণের পরিমাণ প্রায় ২৮০ কোটি টাকা।
এদিন বৈঠকে ডিসেম্বর জুড়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার বিষয়ে গতি আনার নির্দেশ দেন মুখ্য সচিব। পাশাপাশি ব্যাঙ্কগুলির সঙ্গে আরও যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ অন্যদিকে ব্যাঙ্কগুলির কাজেও গতি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ জানা গিয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য শীঘ্রই আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে খুব শীঘ্রই রাজ্য চুক্তিবদ্ধ হতে চলেছে৷