উত্তপ্ত ডোমকল, CPM কর্মীকে গাড়ির চাকায় পিষে দিলেন তৃণমূল প্রার্থী

উত্তপ্ত ডোমকল, CPM কর্মীকে গাড়ির চাকায় পিষে দিলেন তৃণমূল প্রার্থী

ডোমকল:  ভোট শুরুর ঠিক আগেই উত্তপ্ত ডোমকল৷ গতকাল রাত থেকেই এলাকায় উত্তেজনা৷ অভিযোগ, গতকাল রাতে গাড়ি নিয়ে এলাকায় আসেন তৃণমূল প্রার্থী৷ কেন এত রাতে এসেছেন তিনি? প্রশ্ন তোলেন স্থানীয় মানুষ৷ তিনি কি প্রভাবিত করার চেষ্টা করছেন? এই প্রশ্ন ছুড়ে দেন এখানকার সিপিএম সমর্থকরা৷ এর পরেই গাড়ি নিয়ে দ্রুত গতিতে সেখান থেকে বেড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূল প্রার্থী ও তাঁর দলবল৷ সেই সময় গাড়ির ধাক্কায় দুই জন আহত হন৷ মৃত্যু হয় একজনের৷ 

আরও পড়ুন- ২৩% প্রার্থীর নামে ফৌজদারি মামলা, ১১টি কেন্দ্রে লাল সতর্কতা, ঘটনাবহুল অষ্টম দফা

নিহত বাম কর্মীর মা বলেন, তৃণমূলের লোকেরাই তাঁর ছেলেকে মেরে ফেলেছে৷ সিপিআইএম করত বলেই হামলা৷ তাঁর দাবি, ধাক্কা লেগে নয়৷ ইচ্ছাকৃত ভাবেই তাঁকে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছে৷ তিনটি গাড়ি পর পর চাপা দেয় তাঁকে৷  অপর এক আহত কর্মীর মা বলেন, গতকাল রাতে বাইরে হাওয়া খেতে বেড়িয়েছিল তাঁর ছেলে৷ সেই সময়ই গাড়ির ধাক্কায় ফেলে দেওয়া হয় তাঁকে৷  আরও অভিযোগ, অস্ত্র হাতে নিয়েই এসেছিল তৃণমূল৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − seventeen =