কলকাতা: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ‘ঘনিষ্ঠ’ তাপস মণ্ডলের অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে তাঁর চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চালায় ইডি৷ টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালেই কুন্তলকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিনই তাঁকে আদালতে তোলা হয়। কুন্তলকে হেফাজতে চেয়ে আবেদন জানায় ইডি৷ তাঁকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত৷
আরও পড়ুন- আইএসএফের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ-কাঁদানে গ্যাস, পাল্টা আক্রমণে রণক্ষেত্র ধর্মতলা
যদিও এদিন ইডি-র আবেদনের বিরোধিতা করেছিলেন কুন্তলের আইনজীবী৷ তিনি কুন্তলের জামিনের আবেদন করেন। কিন্তু, ইডির আইনজীবী কুন্তলের জামিনের আবেদনের বিরোধিতা করে আদালতে বলেন, ‘নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও কুন্তল ঘোষের নাম উঠে এসেছে। তিনি যে পরিমাণ দুর্নীতি করেছেন তা ভারত মহাসাগরের সমান!‘ অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নামে ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছিলেন বলাগড়ের যুব তৃণমূল নেতা৷
কিন্তু, এদিন ইডির আইনজীবী আদালতে দাবি করেন, কুন্তলের সঙ্গে ৩০ কোটি টাকার লেনদেনের হয়েছে। তাঁর ফ্ল্যাট থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে৷ যেখানে স্পষ্ট হিসেব লেখা রয়েছে। দীর্ঘ সওয়াল জবাবের পর কুন্তলের জামিনের আর্জি খারিজ করে দিয়ে ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>