কলকাতা: এসএলএসটি নিয়োগে দুর্নীতির পর এবার মাদ্রাসা শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল। ব্রেকআপ মার্কস ছাড়াই তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন। ২৭ জানুয়ারির মধ্যে ব্রেকআপ মার্কস কলকাতা হাইকোর্টে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুন- এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হয়েছে, জানালেন জলপাইগুড়ির জেলাশাসক
২০২১ সালে শরীরশিক্ষা বিভাগের শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন। আবেদনকারী দেবাশীষ সাহার আইনজীবী উদয় শঙ্কর চট্টোপাধ্যায় আদালতে অভিযোগ করেন, ২০২১ সালের নভেম্বর মাসে শরীরশিক্ষা বিভাগের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করে মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন। কোনও ব্রেকআপ মাক্স ছাড়াই তালিকা প্রকাশ করে কমিশন। ফলে বহু প্রার্থীর নাম তালিকাভুক্ত হয়নি। আইনজীবী উদয় শঙ্কর চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে বিচারপতি অমৃতা সিনহা আগামী ২৭ জানুয়ারির মধ্যে সমস্ত প্রার্থীর ব্রেকআপ মার্কস আদালতে পেশের নির্দেশ দেন৷
উল্লেখ্য, মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম এসএলএসটি’র প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় ১০ জানুয়ারি। ষষ্ঠ এসএলএসটি’র ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন শিক্ষক পদের জন্য ১৭ জানুয়ারি পরীক্ষা নেওয়া হয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। তবে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে একাধিক মামলা দায়ের হয়েছে আদালতে।