এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হয়েছে, জানালেন জলপাইগুড়ির জেলাশাসক

এখনও পর্যন্ত তিন জনের দেহ উদ্ধার হয়েছে, জানালেন জলপাইগুড়ির জেলাশাসক

ময়নাগুড়ি:  উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনা৷ লাইনচ্যুত গুয়াহাটিগামী বিকানের এক্সপ্রেসের ১২টি কামরা৷ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু।  বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে৷  জেলাশাসক বলেন, ‘‘এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে৷ উদ্ধারকাজ চলছে। ১০-১১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে৷ ময়নাগুড়ি স্টেশনে ঢোকার মুখেই দুর্ঘটনাটি ঘটেছে। আমরা জেনারেটরের সাহায্যে আলোর ব্যবস্থা করে উদ্ধারকাজ চালাচ্ছি।’’

আরও পড়ুন- কোভিড বৈঠকে থাকাকালীন রেল দুর্ঘটনার খবর! দ্রুত পদক্ষেপ মমতার

ভিতরে আরও মৃতদেহ আটকে রয়েছে কিনা, তা জানতে তল্লাশি চালাতে হচ্ছে। একই সঙ্গে চলছে জীবিতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া৷ ঘটনাস্থলে ৫১টি অ্যাম্বুলেন্স রয়েছে৷ আরও অ্যাম্বুলেন্স আসছে৷  এখন পর্যন্ত ১০ থেকে ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর। তাঁদের সকলকেই জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ দিকে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় বিধায়ক কৌশিক রায়। তিনিও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। বিকানের এক্সপ্রেসের ১২টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তার মধ্যে ৭টি কামরার অবস্থা ভয়ঙ্কর৷ একেবারে দুমড়েমুচড়ে গিয়েছে৷ কোথাও আবার একটি কামরার উপরে উটে গিয়েছে অপর কামরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 13 =