মেলেনি অক্সিজেন-অ্যাম্বুলেন্স, প্রবল শ্বাসকষ্টে বাড়িতেই মৃত্যু করোনা রোগীর

মেলেনি অক্সিজেন-অ্যাম্বুলেন্স, প্রবল শ্বাসকষ্টে বাড়িতেই মৃত্যু করোনা রোগীর

fefc7ee3ea74ab9b76366e8f2c9f889a

কলকাতা:  কোভিড পরিস্থিতিতে আরও প্রকট হয়রানির দৃশ্য৷ বারবার নাকাল হতে হচ্ছে রোগীর পরিবারকে৷ মেলেনি অক্সিজেন, অ্যাম্বুলেন্স৷ তার জেরেই বাড়িতে পড়ে থেকে ফের মৃত্যু হল করোনা আক্রান্ত রোগীর৷ 

আরও পড়ুন- ‘ নজরবন্দি’! বাহিনীর চোখে ‘ধুলো’ দিয়ে বেপাত্তা অনুব্রত

দু’দিন আগেই লেকটাউন ১ নম্বর পল্লী স্ট্রিটের বাসিন্দা বছর ৬৫-র সুনীতি দত্তর কোভিড রিপোর্ট পজেটিভ আসে৷ এর পর থেকে বাড়িতেই ছিলেন তিনি৷ কিন্তু গতকাল রাত থেকে প্রবল শ্বাসকষ্ট শুরু হয় তাঁর৷ কিন্তু বহু জায়গা খুঁজেও অক্সিজেন পাওয়া যায়নি৷ কার্যত অক্সিজেন আর অ্যাম্বুলেন্সের অভাবেই মৃত্যু হয় সুনীতি দেবীর৷ 

পরিবারের দাবি, দক্ষিণ দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের ১ নম্বর পল্লি স্ট্রিটের বাড়িতেই চারদিন ধরে অসুস্থ অবস্থায় পড়েছিলেন সুনীতিদেবী৷ তিনি জ্বরে আক্রান্ত হওয়ার পরই পরিবারের সদস্যরা তাঁর নমুনা পরীক্ষা করান৷ গতকাল সেই রিপোর্ট আসে৷ তবে রিপোর্ট আসার আগে থেকে বাড়ির সদস্যরাও হোম আইসোলেশনে ছিলেন৷ গতকাল রাত থেকে সুনীতি দেবীর প্রবল শ্বসকষ্ট শুরু হয়৷ তারপরেই পরিবারের সদস্যরা স্বাস্থ্য দফতর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে শুরু করে৷ যাতে তাঁকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠানো যায়৷ অক্সিজেন জোগাড়ের চেষ্টাও করেন৷ কিন্তু বারবার বিভিন্ন জায়গায় ফোন করেও কোনও সাহায্য মেলেনি৷ অবশেষ ভোর ৫টায় তাঁর মৃত্যু হয় সুনীতিদেবীর৷ 

আরও পড়ুন- ভোটের শেষ লগ্নে ফের ভাঙন তৃণমূলে, দল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস

এর পর থেকে দেহ বাড়িতেই পড়ে রয়েছে৷ প্রশাসন এসে দেহ উদ্ধার করেনি৷ তবে লেকটাউন থানার পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন৷ কিন্তু এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে৷ বহু মানুষ বাড়ির দরজা জানলা বন্ধ করে বসে রয়েছেন৷ কখন মৃত দেহ নিয়ে যাওয়া হবে সেটাও জানা নেই৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *