কংগ্রেসের ইস্তেহারে ৮ অঙ্গীকার! নেই প্রতিশ্রুতির বন্যা! চমক অধীরের

কংগ্রেসের ইস্তেহারে ৮ অঙ্গীকার! নেই প্রতিশ্রুতির বন্যা! চমক অধীরের

কলকাতা:  ইতিমধ্যেই ইস্তেহার প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং সংযুক্ত মোর্চা৷ এবার পালা কংগ্রেসের৷ সপ্তাহের শুরুতেই বিধাননগর থেকে ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস৷ সাংবাদিক বৈঠক করে দলীয় ইস্তেহার প্রকাশ করেন অধীর রঞ্জন চৌধুরী৷ তবে তৃণমূল বা বিজেপি’র মতো প্রতিশ্রুতির বন্যা দেখা গেল না কংগ্রেসের ইস্তেহারে৷ 

আরও পড়ুন-  ‘জলস্বপ্ন’ প্রকল্পের ব্যাখায় মমতা! বাড়ি বাড়ি পাইপ লাইনে পৌঁছে যাবে জল

এদিন অধীরবাবু জানান, কংগ্রেসের ইস্তেহারে মোট আটটি বিষয়ের উপর জোড় দেওয়া হয়েছে৷ প্রথমত, আইনের শাসন ও মহিলা নিরাপত্তার অঙ্গীকার৷ দ্বিতীয়ত, সামাজিক সুরক্ষার অঙ্গীকার৷ তৃতীয়ত, শিল্পের প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার৷ চতুর্থ, অন্নদাতা কৃষকদের উন্নয়নের অঙ্গীকার৷ পঞ্চম, শিক্ষা ও স্বাস্থ্যের গুণগত মান উন্নয়নের অঙ্গীকার৷ ষষ্ঠ, জল ও পরিবেশ রক্ষার অঙ্গীকার৷ সপ্তমত, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকার৷ এবং অষ্টম, দান খয়রাতির রাজনীতি নয়, স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী উন্নয়নের অঙ্গীকার৷ এই আটটি বিষয়কে সামনে রেখেই একুশের ভোটে এগিয়ে চলতে চাইছে কংগ্রেস৷ তাঁদের ইস্তেহারে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও করা হয়েছে বলেও জানা তিনি৷ পাশাপাশি ওয়েবেও এর বিস্তারিত উল্লেখ করা হয়েছে৷ 

আরও পড়ুন- কয়লা মাফিয়া বিজেপির প্রার্থী! মহিলাদের হাতা-খুন্তি-ঝাঁটা নিয়ে তৈরি থাকতে বললেন মমতা

অধীর চৌধুরী জানান, বাংলার রূপকার বিধানচন্দ্র রায়কে সামনে রেখেই তাঁদের এই ইস্তেহারে৷ সেখানে তাঁর একটি কোটেশনও ব্যবহার করা হয়েছে৷ এই ইস্তেহারের মাধ্যমে ভোটের আগে বাংলার মানুষের কাছে দলের ভাবনা, চিন্তা, লক্ষ্য, সামনে রাখা হয়েছে৷ তাঁদের আশা বাংলার মানুষ তাঁদের সমর্থন প্রকাশ করবে৷ বাংলাকে নতুন ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সোপান তৈরি করবে৷ তিনি আরও জানান, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আন্দোলন ডট ইন নামে একটা পোর্টাল চালু করা হচ্ছে৷ মানুষের পরামর্শ বা আবেদন এই পোর্টালের মাধ্যমে জানানো যাবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =