ইন্দাস: কোতুলপুরের পর এ দিন দ্বিতীয় জনসভা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দাস থেকে জনসভা করে তিনি আরো একটি প্রকল্পের কথা বললেন। সেই প্রকল্পের নাম জলস্বপ্ন।
মমতা জানান, এই প্রকল্পের ভিত্তিতে বাড়ি বাড়ি পাইপ লাইনের জল পৌঁছে দেবে সরকার। সাধারণ মানুষের জলের সমস্যা মিটবে। এরই মধ্যে রাজ্যের ৭০ হাজার মানুষের বাড়িতে জল পৌঁছে গিয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে বলেন, ইন্দাসে জলের প্রকল্প চলছে, এদিকে বাঁকুড়ার প্রায় ২০০০ কোটি টাকার জলের প্রকল্প তৈরি হয়েছে। এর পাশাপাশি মমতা জানান, মাটিসৃষ্টি প্রকল্প হবে আগামী দিনে। যে জমিতে ভালো চাষ হয় না সেই জমি গুলিকে সেচের মাধ্যমে ঠিক করার কাজ হচ্ছে বলেও এ দিন স্পষ্ট করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো সংযোজন, তিনি ৩০ লক্ষ বাড়ি তৈরি করে দেবেন এবং ঘরে ঘরে রেশন পৌঁছে দেবেন আগামী দিন ক্ষমতায় আসার পর। এর পাশাপাশি তিনি জনসভায় আগত সকলকে মনে করিয়ে দেন তাঁর পূর্ববর্তী ঘোষণার কথা। বলেন, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ১০ হাজার টাকা করে পাবেন স্মার্টফোনের জন্য। ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড ছাত্রছাত্রীদের নামে থাকবে। ৪ শতাংশ সুদের হারে দেশে বিদেশে পড়াশোনা করতে পারবে।
আরও পড়ুন- ভোটের মুখে প্রতিশ্রুতির বন্যা! নীল বাড়ির লড়াইয়ে মূল ফ্যাক্টর সেই কর্মসংস্থান
বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ওরা কেউটে সাপ বিষধর সাপ। যেখানে ঢুকবে ছোবল মারবে। বহিরাগত গুণ্ডাদের পাঠাচ্ছে বাংলায়, ভাড়া করে বাংলা শিখে এসেছে ওরা, বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে নিজের আঘাত প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি ফের একবার বিজেপিকে নিশানা করে বলেন, ‘ওরা আমাকে চেনে না। আমি ভাঙি তা-ই মচকাই না। যতক্ষণ শ্বাস থাকবে মা-মাটি -মানুষের কাজ ছাড়া অন্য কোনও কাজ করতে দেব না। আর মানুষের সঙ্গে থেকে যাঁরা কাজ করছেন, তাঁদেরও কাজ করতে হবে না হলে আমার সঙ্গে সম্পর্ক থাকবে না’।