হাওড়া: ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার হাওড়ায়৷ সোমবার সন্ধেয় এই ঘটনাকে কেন্দ্র করে দু’দল যুবকের মধ্যে সংঘর্ষ বাধে৷ গুরুতর চোট পান এক যুবক৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তাঁর৷
আরও পড়ুন- এদিনও সুস্থ হলেন প্রায় ১৯,০০০! তবে মৃত্যুর সংখ্যায় আতঙ্ক
জানা গিয়েছে, সোমবার সন্ধেবেলা হাওড়া শিবপুরের একটি পার্কে ইভটিজিংয়ের ঘটনা ঘটে৷ সেই সময় অভিযুক্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় এক যুবক৷ এর পরেই বচসা, তারপর হাতাহাতি শুরু হয়৷ তখনকার মতো ফিরে যায় অভিযুক্তরা৷ তাঁরা সকলে পাশের পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে৷ কিন্তু রাত ১১টা নাগাদ ফের উত্তেজনা ছড়ায়৷ গন্ডোগোল বাধে শিবপুরে৷ ফের দুই পাড়ার যুবকদের মধ্যে মারপিট শুরু হয়৷ কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে জিটি রোড৷ দুই পক্ষের মধ্যে শুরু হয় ইট ছোড়াছুড়ি৷ চলে বোতলবৃষ্টি৷ আশেপাশের দোকানেও ভাঙচুর চালায় তারা৷ ভাঙচুর করা হয় রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইক, গাড়িতে৷ সেই সমেই এক যুবককে বেধড়ক মারধর করা হয়৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত্যু হয় তাঁর৷ এই ঘটনায় একায়া তীব্র উত্তেজনা ছড়িয়েছে৷ ঘটনাস্থলে রয়েছে শিবপুর থানার পুলিশ৷ এদিকে, গোটা রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ইট, ভাঙা কাচের টুকরো৷ গোটা এলাকা থমথমে৷