কলকাতা: করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ পার করে এসে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল বাংলা কিন্তু এখন আবার নতুন প্রজাতির আতঙ্ক। তবুও শেষ একদিনের করোনাভাইরাস তথ্য বঙ্গবাসীকে আশ্বস্ত করবে। কারণ তুলনামূলকভাবে দৈনিক আক্রান্তের সংখ্যা কম রয়েছে এবং মৃত্যুর সংখ্যা কমেছে।
শেষ পাওয়া তথ্য অনুযায়ী, বাংলায় আজ আক্রান্ত হয়েছেন ৫০৭ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৯ জনের। জানা গিয়েছে এই মুহূর্তে বঙ্গের সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। দৈনিক আক্রান্তের মধ্যে কলকাতার সংখ্যা ১৩৭ এবং এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, সেখানে আক্রান্ত ১২১ জন। সব মিলিয়ে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ২০ হাজার ২২৯ এবং মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৫৬২ জন। এই একই সময়ে ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫১২ জন। সেই প্রেক্ষিতে মোট সুস্থ হবার সংখ্যা ১৫ লক্ষ ৯৩ হাজার ০৯১ জন। বাংলায় এই মুহূর্তে পজিটিভিটি রেট ১.৪৪ শতাংশ।
প্রসঙ্গত, আজ দেশে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮২২ জন, যা ৫৫৮ দিনে সবচেয়ে কম এবং এই একই সময় মৃত্যু হয়েছে ২২০ জনের। পরিসংখ্যান বলছে, গত একদিনে ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ১০ হাজার ০৪ জন এবং এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ৯৫ হাজার ০১৪ জন, যা ৫৫৪ দিনের সব থেকে কম। আজ পর্যন্ত মোট ১২৮ কোটি ৭৬ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের পরিসংখ্যান আরো বলছে, সবমিলিয়ে দেশে ভাইরাসে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৭৫৭ জনের এবং মোট সুস্থের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৭৯ হাজার ৬১২ জন।