এবার পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন অর্জুন

এবার পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন অর্জুন

ভাটপাড়া: অবশেষে দেরিতে হলেও মুখ খুললেন৷ এবং প্রত্যাশিতভাবেই রাজ্য পুলিশকে আক্রমণ শানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ তাঁর দাবি, ‘‘ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এখন দুষ্কৃতীদের নিরাপত্তা দিচ্ছে৷ আমার বাড়িতে যাঁরা বোমা মেরেছে, তাদের না খুঁজে উল্টে আমার এখানে বোম ছিল৷ তা প্রমাণ করার চেষ্টা করছে।” হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘ওরা যদি ভাবে ক্ষমতায় রয়েছে বলে যা খুশী তাই করবে. তা হবে না৷ মানুষকে নিয়ে এবার আমরা পাল্টা আন্দোলনে নামব৷’’

ভাটপাড়া জগদ্দল এলাকায় একের পর এক দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। জগদ্দল এলাকায় ব্যারাকপুর সাংসদ অর্জুন সিংয়ের  বাড়িতে পরপর দু’দিন বোমাবাজির ঘটনা ঘটার পর  মঙ্গলবার রাতে ফের একবার বোমাবাজির ঘটনা ঘটে। এবার দুষ্কৃতী তাণ্ডব ও বোমাবাজি হয় জগদ্দল কলাবাগান এলাকায়। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বারবার দুষ্কৃতী তাণ্ডব উত্তপ্ত হয়ে উঠেছে জগদ্দল এলাকা। এবার সাংসদের বাড়িতে বোমাবাজি ও তার বাড়ির অদূরে তাজা বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী৷

এই সমস্ত ঘটনার পেছনে অর্জুন সিংকেই দোষারোপ করছেন ভাটপাড়ার পৌর প্রশাসক গোপাল রাউত৷ তাঁর দাবি, ‘‘অর্জুনবাবুই পরিকল্পিতভাবে নিজের বাড়িতে বোমা রেখে এবং চারিদিকে বোমা মেরে হিংসার পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে৷’’ এরপরই পাল্টা সরব হয়েছেন অর্জুন৷ তাঁর অভিযোগ, একদিকে দুষ্কৃতীদের দিয়ে বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হচ্ছে৷ যাতে আমি প্রাণে মরে যায়৷ অন্যদিকে পুলিশকে কাজে লাগিয়ে তৃণমূল আমাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =