কলকাতা: শিক্ষক নয় প্রাথমিক স্কুলে পড়ুয়াদের অঙ্ক ও ইংরেজির পাঠ দেবেন সিভিক ভলেন্টিয়াররা৷ বাঁকুড়া পুলিশের এই সিদ্ধান্ত ঘিরে শোরগোল৷ একটি বেসরকারি সংস্থার সহায়তায় বাঁকুড়া জেলা পুলিশের তরফে ‘অঙ্কুর’ নামের ওই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে৷
আরও পড়ুন- চিংড়িহাটায় STF-এর হানা, ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার লক্ষাধিক টাকা–মাদক
বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, ‘‘স্কুলের পড়া শেষে পড়ুয়াদের অঙ্ক এবং ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ ক্লাস নেওয়া হবে। এই প্রকল্পের জন্য জেলায় প্রায় ১৫০ জন সিভিক ভলান্টিয়ারকে বেছে নেওয়া হয়েছে। কী ভাবে ছোটদের পড়াতে হবে, একটি সংস্থা সেই প্রশিক্ষণ দেবে।’’ জেলার ৪৬টি স্কুল-সহ মোট ৫৫টি কেন্দ্রকে ওই প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে বলেও বাঁকুড়া পুলিশ সূত্রে খবর। এই প্রকল্পে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে জঙ্গলমহলের উপর৷
এই বিষয়টি জানার পরই প্রতিক্রিয়া জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ তিনি বলেন, ‘‘এই বিষয়টি নিয়ে বাঁকুড়ার জেলাশাসক ও পুলিশ সুপার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে আমাদের মতামত নেওয়া হয়নি। আমাদের মতামত চাওয়ার জন্য ওঁদের বলা হয়েছে। তার পর ভেবে দেখা হবে এটা চালু করা হবে কি না। এখনই এই ব্যবস্থা চালু করা যাবে না।’’
এ বিষয়ে বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন, “বাচ্চাদের অঙ্ক, ইংরেজি শেখাবে সিভিক ভলান্টিয়ারেরা— এর থেকে লজ্জার কিছু হয় না।” যাঁদের কাজ আইন-শৃঙ্খলা রক্ষা করা, তাঁদের শিক্ষাদানের কাজে নিয়োজিত করার পরিকল্পনা শিক্ষার গরিমাকে ধুলায় মিশিয়ে দেওয়ার চক্রান্ত বলেই উল্লেখ করেছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী৷ তাঁর কথায়, শিক্ষিত বেকারদের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকতার কাজে নিয়োগ করা হয়। তাঁরা এবার কী করবে? বহু পদ এখনও ফাঁকা পড়ে রয়েছে। মঞ্চের তরফে আরও বলা হয়, ‘‘বর্তমান সরকার ঘুষের টাকায় অযোগ্যদের নিয়োগ করার খেলায় শিক্ষকতা পেশার মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে। ‘অঙ্কুর’ প্রকল্পের মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করে তুলতে চাইছে। এই ভয়ঙ্কর প্রবণতাকে রুখতে হবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>