পাল্টে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম, চলতি শিক্ষাবর্ষেই লাগু হবে এই প্রক্রিয়া

পাল্টে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম, চলতি শিক্ষাবর্ষেই লাগু হবে এই প্রক্রিয়া

0dbfb480c683488a14fc56b7551dde5c

কলকাতা: কথা ছিল গতবছর থেকেই কার্যকর হবে এই নিয়ম৷ কিন্তু, তা বাস্তবায়িত হয়নি৷ তবে  ২০২৩ সালে রাজ্যের সব সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থা করতে চলেছে রাজ্য শিক্ষা দফতর । চলতি শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম চালু হবে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- শিক্ষকের অভাব, ভাঙছে প্রথা, এবার মাধ্যমিকে তাই গার্ড দেবেন প্রাইমারি স্কুলের টিচাররা!

উল্লেখ্য, গত বছর এই পরিকল্পনা চালু করার কথা ছিল। কিন্তু তা শেষ পর্যন্ত কার্যকর করে উঠতে পারেনি রাজ্য শিক্ষা দফতর। তবে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির কথা ঘোষণা করে দেওয়া হল। এমনিতে রাজ্যের সমস্ত কলেজেই অনলাইনে পৃথক ভাবে ভর্তি প্রক্রিয়া চলে। এবারও তেমনটাই হবে। তবে গোটা বিষয়টা পরিচালিত হবে কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমে। এই পোর্টাল দেখভালের জন্য ১০ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হলেও, তা কার্ৎকর না করে পিছিয়ে এসেছিল রাজ্য শিক্ষা দফতর। কারণ ২০২২ সালে হাতে বেশি সময় ছিল না৷  কম সময়ে ঠিকভাবে পোর্টালটি তৈরিও করা যায়নি। তাই এবার শুরু থেকেই এ বিষয়ে তৎপর রাজ্য৷ আটঘাট বেঁধেই নেমেছে রাজ্য শিক্ষা দফতর৷