শিক্ষকের অভাব, ভাঙছে প্রথা, এবার মাধ্যমিকে তাই গার্ড দেবেন প্রাইমারি স্কুলের টিচাররা!

শিক্ষকের অভাব, ভাঙছে প্রথা, এবার মাধ্যমিকে তাই গার্ড দেবেন প্রাইমারি স্কুলের টিচাররা!

কলকাতা: স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই৷ অগত্যা ভাঙা হল নিয়ম৷ এবার মাধ্যমিক পরীক্ষায় গার্ড গেবেন প্রাথমিক শিক্ষকরা৷ এই নজির বিহীন ঘটনার সাক্ষী থাকতে চলেছে  উত্তর দিনাজপুর৷ যা নিয়ে শোরগোল বেঁধেছে৷ 

আরও পড়ুন- শিবরাত্রিতে ঝমঝমিয়ে বৃষ্টি জেলায়, কিছুক্ষণের মধ্যেই ভিজবে কলকাতা? যা জনাল হাওয়া অফিস

২৩ ফেব্রুয়ারি, সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ এই প্রথম, প্রথা ভেঙে, মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে চলেছে প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতর সূত্রে খবর, হাই স্কুলে শিক্ষকের অভাব থাকায় জেলায় মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার জন্য ০ জন প্রাথমিক শিক্ষককে দায়িত্ব দেওয়া হবে। 

উত্তর দিনাজপুর শিক্ষা দফতর সূত্রে খবর, জেলায় মোট ১১৭টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার। ১১৭টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে গার্ড দেওয়ার জন্য হাই স্কুলে যে সংখ্যক শিক্ষক প্রয়োজন, জেলায় তার ঘাটতি রয়েছে। বিশেষ করে ইটাহার এবং গোয়ালপোখর ২ নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রামের স্কুলগুলোতে শিক্ষকের ব্যাপক ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে, প্রাথমিক শিক্ষকদের দিয়ে যাতে মাধ্যমি পরীক্ষায় গার্ড দেওয়ানো যায়, সেই অনুমতি চেয়ে গত ১৩ ফেব্রুয়ারি রাজ্যের শিক্ষা দফতরকে চিঠি দিয়েছিল উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতর। সেই অনুমতি মিলেছে বলেই জেলা শিক্ষ দফতর সূত্রে খবর৷ 

তবে এই সিদ্ধান্তে শুরু হয়েছে বিতর্ক। মাধ্যমিকের মতো নবম-দশমের পরীক্ষায় প্রাথমিক শিক্ষক দিয়ে গার্ড দেওয়ানোটা কি আদৌ যুক্তিযুক্ত? তৃণমূলের শিক্ষক সংগঠন উত্তর দিনাজপুর জেলা শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, সমালোচনায় মুখর বাম শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি।