শিবরাত্রিতে ঝমঝমিয়ে বৃষ্টি জেলায়, কিছুক্ষণের মধ্যেই ভিজবে কলকাতা? যা জনাল হাওয়া অফিস

শিবরাত্রিতে ঝমঝমিয়ে বৃষ্টি জেলায়, কিছুক্ষণের মধ্যেই ভিজবে কলকাতা? যা জনাল হাওয়া অফিস

কলকাতা:  সকাল থেকেই মুখ ভার আকাশের৷ সূর্যের দেখা নেই৷ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাল না থাকলেও, শনিবার সকাল থেকেই মেঘলা কলকাতার আকাশ৷ শিবরাত্রির দিন কি কলকাতা সহ সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? 

আরও পড়ুন- আবার মাথাচাড়া দিচ্ছে ‘অ্যাডিনোভাইরাস’, শিশুদের নিয়ে চিন্তা বাড়ছে

শনিবার দুপুর থেকে উত্তর চব্বিশ পরগণার বেশকিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে৷ দৃশ্যমান্যতাও বেশ কম৷ অসময়ের এই বৃষ্টি অনেকেই বেশ উপভোগ করেছেন৷ কিন্তু কলকাতায় কি বৃষ্টির সম্ভাবনা আছে? 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ফলে সপ্তাহান্তের আনন্দ বৃষ্টিতে ভেস্তে যাবে না বলেই আবহাওয়াবিদদের আশ্বাস৷ সেই সঙ্গে আজ আবার দেশজুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘‘শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে৷ তবে দক্ষিণবঙ্গ থাকবে শুষ্ক।’’ এদিকে, শনিবারই উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা। একইসঙ্গে ওডিশা এবং সংলগ্ন উপকূলে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে আগামী ২৪ ঘণ্টায় দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে কুয়াশার সতর্কতা।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস৷ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।