রাজভবনে কেন্দ্রের প্রতিনিধি দল, ভোট পরবর্তী হিংসা নিয়ে বৈঠক রাজ্যপালের সঙ্গে

রাজভবনে কেন্দ্রের প্রতিনিধি দল, ভোট পরবর্তী হিংসা নিয়ে বৈঠক রাজ্যপালের সঙ্গে

কলকাতা: ভোট পরবর্তী হিংসার অভিযোগে সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ প্রতিনিধি দল৷ শুক্রবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন তাঁরা৷ গতকালের পর আজও একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধি দলের৷ আজ শুরুতেই রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে বৈঠক করেন তাঁরা৷ 

আরও পড়ুন- শীতলকুচি কাণ্ডে IO-র পর মাথাভাঙার IC-কে তলব CID-র

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার যে খবর আসছে, তা খতিয়ে দেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট পাঠানোই এই প্রতিনিধি দলের প্রধান কাজ৷ গতকাল নবান্নে গিয়েছিলেন চার সদস্যের দল৷ সেখান মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজিপি’র সঙ্গে বৈঠক করেন তাঁর৷ আজ সকাল ১০টা নাগাদ কেন্দ্রীয় দল পৌঁছে যায় রাজভবনে৷ সেখানে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন তাঁরা৷ তার সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের অতিরিক্ত সচিব গোবিন্দ মোহন৷ গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গেও কথা বলে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে৷ সেই উদ্দেশে বিভিন্ন উপদ্রুত এলাকায় যাচ্ছে চার সদস্যের এই প্রতিনিধি দল৷ রাজভবন থেকে বেরিয়ে দক্ষিণ বঙ্গের জেলার উদ্দেশে রওনাও হয়ে যান তাঁরা৷ 

আরও পড়ুন- কয়লা পাচার কাণ্ডে ৪ জেলায় লালার সম্পত্তি অ্যাটাচ করল CBI

ইতিমধ্যেই নবান্নে জোড় চিঠি পাঠানো হয়েছে৷ প্রথম চিঠির জবাব না পেয়ে পাঠানো হয় দ্বিতীয় চিঠি৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যপালের কাছেও রিপোর্ট তলব করা হয়েছে৷ গতকালই মেদিনীপুরে আক্রান্ত হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী৷ ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতে৷ এই ঘটনাকে কেন্দ্র করেও ফের চড়তে থাকে রাজনৈতিক উত্তেজনার পারদ৷ এই ঘটনায় তীব্র সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ অন্যদিকে, মুখ্যমন্ত্রীর বক্তব্য, কেন বারবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা?   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *