কলকাতা: কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার জমি, বাড়ির মতো অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করার প্রক্রিয়া সম্পন্ন করল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই চার জেলা মিলিয়ে লালার মোট ২৬০টি সম্পত্তি রয়েছে৷ যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা৷
আরও পড়ুন- উস্কানিমূলক মন্তব্য, মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের
লালার এই সম্পত্তি অ্যাটাচ করার জন্যে এর আগে আসানসোল আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ অনুমতি পাওয়ার পরেই শুরু হয় অ্যাটাচমেন্ট প্রক্রিয়া৷ সেই পক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলেই জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যার জেরে লালা আর ওই জমি বাড়ি বিক্রি করতে পারবেন না৷ এমনকী এই অস্থাবর সম্পত্তি মিউটেশনও করা যাবে না৷
এক মাস আগে চতুর্থবার সিবিআই-এর মুখোমুখি হন অনুপ মাঝি৷ তবে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ সঙ্গে নিয়েই সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন লালা৷ মূলত কয়লা খাদান থেকে বেআইনি ভাবে কয়লা তুলে পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, এই বেআইনি কয়লা সিন্ডিকেটের মাধ্যমে চলে যেত ভিন রাজ্যে৷ এই কাজে তাঁকে সাহায্য করত ইসিএল, নিরাপত্তা সংস্থা সিআইএসএফ এবং রেলের কর্মীদের একাংশ৷ পাশাপাশি এই চক্রে রাজ্যের কয়েকজন প্রভাবশালী ব্যক্তিও জড়িত ছিল খবর৷ ঘুরপথে এই কলয়া পাচারের টাকা পৌঁছে যেত তাঁদের হাতে৷
উল্লেখ্য, সিবিআই-এর পাশাপাশি কয়লা কাণ্ডে তদন্ত করছে ইডি’ও৷ ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুবনেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র৷ জেরায় একাধিক প্রভাবশালীর নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে খবর৷ কয়লা পাচাক কাণ্ডের শিকড় যেঅনেক গভীরে তা আগেই বসেছিল সিবিআই৷