খড়গপুর: খড়গপুর সদরে ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ৷ সরাসরি ভোটারদের বিজেপি’কে ভোট দিতে বলার অভিযোগ উঠল সেখানে৷ অভিযোগ পেয়ে বুথে গেলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তীব্র বচসা বাধে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তজনা ছড়াল খড়গপুর সদরে৷
আরও পড়ুন- ‘গুন্ডামি করবেন না আন্টি’, সকাল-সকাল ভোট দিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর
অভিযোগ, এখানে কেন্দ্রীয় বাহিনী বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে৷ এই খবর পেয়েই বুথে পৌঁছন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার৷ তিনি সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে সে কথা জিজ্ঞাসাও করেন৷ প্রসঙ্গত, এই কেন্দ্রে রয়েছে মহিলা কেন্দ্রীয় বাহিনী৷ তাঁরাই ভোটারদের বিজেপি’র তরকা প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়কে ভোট দেওয়ার জন্য বলেন৷ এই বিষয়ে অভিযোগ জানাতে গেলেই চরম বচসা বাঁধে৷ তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বুথে ঢুকতে গেলে তাঁকেও বাধা দেন মহিলা বাহিনী৷ এমনকী সংবাদমাধ্যমকে ক্যামেরা বন্ধ করার হুমকিও দেওয়া হয়৷
আরও পড়ুন- ভোটের দিন টাকা বিলি! সায়ন্তিকার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপি’র
প্রদীপ সরকারের অভিযোগ, এখানে কেন্দ্রীয় বাহিনী বিজেপি’কে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে৷ ভোটারদের ভয় দেখানো হচ্ছে৷ এই অভিযোগ পেয়েই এখানে আসি৷ কিন্তু এখানে আমাকেও ঢুকতে বাধা দেওয়া হয়৷ একজন প্রার্থীকে পর্যন্ত ভিতরে ঢুকতে দিচ্ছে না কেন্দ্রীয় বাহিনী৷ অথচ নিয়ম অনুযায়ী প্রার্থী যে কোনও বুথে গিয়ে দেখতে পারেন ঠিক মতো ভোট হচ্ছে কিনা৷