নয়াদিল্লি: উজ্জ্বলা প্রকল্পে নতুন এলপিজি কানেকশন নিতে চান? তাহলে জেনে নিতে হবে রান্নার গ্যাসসংযোগ নেওয়ার নতুন নিয়ম৷ কারণ বদলে যেতে চলেছে উজ্জ্বলা প্রকল্পের বেশ কিছু নিয়ম৷
আরও পড়ুন- পুরো ভোটের প্রচারে গিয়ে ত্রিপুরায় আক্রান্ত বাবুল, টুইটে নিশানা BJP-কে
২০১৬ সালে উজ্জ্বলা প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই প্রকল্পের আওতাও প্রাথমিক ভাবে দেশে দরিদ্রসীমার নীচে বসবাসকারী পাঁচ কোটি পরিবারের এলপিজি গ্যাস সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল৷ তবে এবার উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকির ক্ষেত্রে কিছু নিয়মের বদল আনা হচ্ছে৷ জানা গিয়েছে, পেট্রোলিয়াম মন্ত্রক এই বদল নিয়ে ভাবনাচিন্তা করছে৷ খুব শীঘ্রই ভর্তুকির ক্ষেত্রে পরিবর্তিত কাঠামো প্রকাশ করা হবে। অয়েল মার্কেটিং কোম্পানি (ওএমসি)-গুলিকে অগ্রিম টাকা দেওয়ার রীতিতে কিছু বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার৷
জানা গিয়েছে, উপভোক্তাদের অয়েল মার্কেটিং কোম্পানিকে অগ্রিম ১৬০০ টাকার মতো দিতে হবে৷ এই টাকা কিস্তিতে নেওয়া হয়৷ বাকি টাকাটা সরকার তার প্রতিশ্রুতি মাফিক দিয়ে থাকে। ভর্তুকির ক্ষেত্রে নিয়মের বদল ঘটছে না।
উজ্জ্বলা প্রকল্পকে নাম লেখালে উপভোক্তারা ১৪.২ কিলোগ্রামের একটি সিলিন্ডার এবং স্টোভ পেয়ে থাকেন৷ যার জাম পড়ে ৩২০০ টাকা। সরকার এর মধ্যে ১৬০০ টাকা ভর্তুকি দেয়। বাকি ১৬০০ টাকা দেয় ওএমসি। যদিও এটা শুরুর সময়। পরে সিলিন্ডার ‘রিফিল’ করার সময় ১৬০০ টাকা দিতে হয় উপভোক্তাকে। সেই টাকাটা কিস্তিতে দেওয়া যায়।