আগরতলা: ত্রিপুরায় পুরভোটের প্রচারে গিয়ে আক্রান্ত বাবুল সুপ্রিয়৷ বিজেপি কর্মীরাই তাঁর উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ৷ শনিবার সন্ধ্যায় পর পর টুইট করে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেতা৷
আরও পড়ুন- জানেন কোন ফোন ব্যবহার করেন প্রধানমন্ত্রী?
বাবুল জানান, ত্রিপুরার রাজধানী আগরতলার রামনগর এলাকায় দলের হয়ে প্রচার করতে গিয়েছিলেন তিনি৷ সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ে বিজেপি’র কর্মীরা৷ টুইট করে বাবুল লেখেন, ‘‘আগরতলায় হিংসাত্মক জনতার সামনে পড়েছিলাম। আমার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। কিন্তু গাড়ি থেকে নামতেই কাপুরুষগুলো পালিয়ে গেল। লজ্জা এবং রসিকতার বিষয় হল, বিজেপি যে রাজনৈতিক হিংসার বিরুদ্ধে সোচ্চার, ত্রিপুরা সেই পথেই এগিয়ে চলেছে।’’
অপর একটি টুইটে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘আমার গাড়ি কোনও দিনই নিরাপদ নয়। বাধার মুখে পড়লেই আমি গাড়ি থেকে নেমে পড়ি এবং মোকাবিলা করি। মনে করুন কে জিতেছে। ২০১৪-য় একমাত্র আসন জয়ের পর ২০১৯-এ ফের জেতা। কার শিরদাঁড়া আছে আপনাদের দলকে (যাঁরা পিঠে ছুরি মারেন) এবং মাঝপথে সাংসদ পদ ছেড়ে যাওয়ার? আমিও দেখব কী ভাবে আসানসোলে জিতবেন।’
প্রসঙ্গত, ত্রিপুরায় পুরভোটে তৃণমূলের হয়ে প্রচারের দায়িত্ব সামলাচ্ছেন বাবুল সুপ্রিয়৷ তিনি ত্রিপুরায় পা রাখার পরেই ধেয়ে এসেছে বিজেপি’র কটাক্ষ৷ এমনকী তাঁর সভা চলার মাঝেই মঞ্চ থেকে অদূরে বাজানো হয়েছে তাঁরই গাওয়া তৃণমূল বিরোধী গান৷ প্রসঙ্গত, বিজেপি’তে থাকার সময় ‘এই তৃণমূল আর না’ শিরোনামে একটি গান গেয়েছিলেন বাবুল৷ শুক্রার সায়নী ঘোষের উপস্থিতিতে বাবুল যখন বক্তব্য রাখছিলেন, তখন অদূরে রাখা একটি ম্যাটাডোর থেকে এই গান বাজানো হয়৷ যার ব্যাখ্যা দিয়ে বাবুল বলেন, তাহলেই বুঝে দেখুন, যে এই গান বেঁধেছিল, সেও বিজেপি’তে থাকতে পারল না৷