স্বেচ্ছাবসর চান নিয়োগ দুর্নীতির তদন্তকারী CBI-SIT অফিসার, বিচারপতির দৃষ্টি আকর্ষণ

স্বেচ্ছাবসর চান নিয়োগ দুর্নীতির তদন্তকারী CBI-SIT অফিসার, বিচারপতির দৃষ্টি আকর্ষণ

কলকাতা: প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত  দুর্নীতি মামলায় তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে। আদালতের নির্দেশে প্রাথমিকের তদন্তের জন্য  বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর সেই বিশেষ তদন্তকারী দলের অন্যতম সদস্য ধরমবীর সিং। এবার স্বেচ্ছাবসর নিতে চাইলেন তিনি। 

আরও পড়ুন- কম্বলকাণ্ডে জেল বন্দি জিতেন্দ্রর স্বস্তি! কয়লা মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ দিল হাই কোর্ট

সেই মর্মেই সিবিআই-এর কাছে আবেদন জানিয়েছেন সুপার পদমর্যাদার ওই আধিকারিক। তাঁকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করতেই আজ, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে আর্জি জানালেন সিবিআইয়ের আইনজীবী। যেহেতু উচ্চ আদালত এই বিশেষ তদন্তকারী দল গঠন করে দিয়েছে, তাই কোর্টের অনুমতি ছাড়া সিটের সদস্য ধরমবীর সিং-এর স্বেচ্ছাবসরের আবেদনে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে সে কথাই জানিয়েছে সিবিআই।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন৷ পাশাপাশি সিবিআই গঠিত বিশেষ তদন্তকারী দলে কিছু বাংলাভাষী আধিকারিককে রাখা যায় কি না, সেই বিষয়টি খতিয়ে দেখছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অভিযোগের একাধিক মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। বেশ কিছু মামলা চলছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেও। 

ঘোষণা

এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷

আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal

আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews

নজর রাখতে পারেন