কম্বলকাণ্ডে জেল বন্দি জিতেন্দ্রর স্বস্তি! কয়লা মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ দিল হাই কোর্ট

কম্বলকাণ্ডে জেল বন্দি জিতেন্দ্রর স্বস্তি! কয়লা মামলায় সিআইডি তদন্তে স্থগিতাদেশ দিল হাই কোর্ট

কলকাতা: কলকাতা হাই কোর্টে স্বস্তি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। শুক্রবার কয়লা পাচার মামলায় সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। একইসঙ্গে নিম্ন আদালতের দেওয়া জিজ্ঞাসাবাদের নির্দেশের উপরেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বিচারপতি মান্থার নির্দেশ, আপাতত তদন্ত করতে পারবে না সিআইডি। রাজ্যকে জানাতে হবে কেন তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে।

আরও পড়ুন- ‘মানিকের জুতোয় পা গলাবেন না’, পর্ষদ সভাপতিকে সতর্ক করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত, ২০২০ সালে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছিল। পরে রাজ্য পুলিশের সিআইডি নতুন করে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে তদন্ত করতে চায়। সেই মামলাতেই সিআইডি তদন্তের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট।

কয়লা পাচারকাণ্ডে আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা খতিয়ে দেখতে চেয়েছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা। গত বছর ১০ সেপ্টেম্বর জিতেন্দ্রকে নোটিস দিয়ে তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতেও বলা হয়৷ কিন্তু, সিআইডি-র সেই নোটিসের উপর স্থগিতাদেশ দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চের সেই রায়কে তখন চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। কিন্তু ডিভিশন বেঞ্চেও খারিজ হয়ে যায় রাজ্যের আবেদন৷ এ বার কয়লা মামলায় সিআইডির তদন্তের উপর স্থগিতাদেশ দিল হাই কোর্ট।

আদালতে জিতেন্দ্রর আইনজীবীর বক্তব্য ছিল, গোটা কয়লাকাণ্ডের তদন্ত ভার রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। সেক্ষেত্রে কেন নতুন করে তদন্ত করবে সিআইডি? একটি মামলায় দুটি তদন্তকারী সংস্থা কীভাবে তদন্ত করতে পারে? তিনি আরও বলেন, জিতেন্দ্র তিওয়ারির  মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা সত্বেও সেই বিষয়টি গোপন রেখে নিম্ন আদালতে আবেদন জানানো হয়েছে৷ এই বিষয়টির সমালোচনা করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতির বলেন, ‘আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের৷ কিন্তু একই ঘটনায় দু’টি তদন্তকারী সংস্থা? আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। এটা কীভাবে সম্ভব? কেন এত এক্সাইটেড হচ্ছে রাজ্য? আমি তো আগেই বলেছিলাম সব কিছু সিবিআইকে দিতে।’’

ঘোষণা

এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷

আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal

আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews

নজর রাখতে পারেন