পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর মামলা গেল ডিভিশন বেঞ্চে, দ্রুত নিষ্পত্তি আবেদন BJP-র

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর মামলা গেল ডিভিশন বেঞ্চে, দ্রুত নিষ্পত্তি আবেদন BJP-র

কলকাতা:  পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নয়৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা করেছে বিজেপি৷ দ্রুত শুনানির আর্জিও জানান তারা৷ কারণ রবিবার কলকাতায় পুরভোট৷ বিজেপি’র তরফে জানানো হয়, আজ রায়দান না হলে এই মামলার কোনও গুরুত্বই থাকবে না৷ এর পরেই বেলা ১২টায় কলকাতা পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মামলার শুনানির জন্য সময় দেওয়া হয়৷ 

আরও পড়ুন- আরও নামল পারদ, ধুন্ধুমার ব্যাটিংয়ে শুক্রবারই শহরের শীতলতম দিন

শুক্রবার মামলাকরী পক্ষের আইনজীবী বিকাশ সিং আদালতে বলেন, কলকাতা পুরসভার ১৪৪টি আসনে নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে। তাঁর অভিযোগ, রাজ্যের পুরসভা নির্বাচনে রাজনৈতিক দলের প্রচার থেকেই নিরাপত্তা সুনিশ্চিত নয়। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে এবং পরে কী ঘটেছে রাজ্যের মানুষ সে সম্পর্কে অবগত রয়েছেন। হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি তাদের রিপোর্টে বলেছে, রাজ্যে খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটেছে। যেখানে শাসক দলের নেতা কর্মীদের যুক্ত থাকার প্রমাণও রয়েছে৷ 

প্রসঙ্গত, কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপি’র প্রার্থী পারমিতা দত্ত সহ বেশ কয়েকজন অভিযোগ করেন যে প্রচার থেকে শুরু করে বাড়ির লোকজন ভয় দেখানো, সবটাই করা হয়েছে। চারজন প্রার্থী এ বিষয়ে অভিযোগ করলেও পুলিশ কোন সহযোগিতা করেনি৷ রাজ্য পুলিশ তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। শুধু প্রার্থীদেরই নয়, ভোটারদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

এদিন বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের বিষয়টিও উঠে আসে। এদিন বিজেপি পক্ষের আইনজীবী বলেন, বিজেপি’র ভোটের আগে এবং ভোটের পরে নিরাপত্তা হীনতায় রয়েছে প্রার্থী তাঁর পরিবারের সদস্যরা৷ পাশাপাশি বিরোধী দলের যে পোলিং এজেন্ট বসবেন তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + two =