শুভেন্দুর ক্লাবের পুজোর অনুমতি নিয়ে স্পেশাল অফিসার নিয়োগ করল হাইকোর্ট

শুভেন্দুর ক্লাবের পুজোর অনুমতি নিয়ে স্পেশাল অফিসার নিয়োগ করল হাইকোর্ট

fb20c10612f7e7baaef7d350a10a7a86

কলকাতা: প্রশাসনের তরফে মেলেনি দুর্গা পুজোয় অনুমতি৷ এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল  পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাব৷ প্রসঙ্গত, কাঁথির এই ক্লাবের সভাপতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ অভিযোগ, শুধুমাত্র এই কারণেই নাকি পুজো করার অনুমতি দেওয়া হয়নি৷ 

আরও পড়ুন- ‘তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’, বিজেপি’কে হুঁশিয়ারি মমতার

এদিন ছিল সেই মামলার শুনানি৷ বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর সভাপতিত্বের কাঁথি রিক্রিয়েশন ক্লাবের পুজোর অনুমতি দেওয়া যাবে কিনা, তা খতিয়ে দেখতে স্পেশাল অফিসার নিয়োগ করল হাইকোর্ট। ওই অফিসার ঘটনাস্থল ঘুরে দেখে আগামীকালকের মধ্যে রিপোর্ট দেবেন হাইকোর্টে৷ বুধবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি কেশনং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ এই মামলায় স্পেশাল অফিসার নিয়োগ করে।

উদ্যোক্তাদের অভিযোগ, প্রশাসনের অনুমতি না পাওয়ার পিছনে রয়েছে তৃণমূলের চক্রান্ত৷ ক্লাবের সম্পাদক তুষারকান্তি দাসের দাবি, গত ১৬ অগাস্ট সম্পূর্ণ নিয়ম মেনেই পুজো কমিটির তরফে সেচ দফতরের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছিল৷ সেই আবেদনের ভিত্তিতে ১৯ অগাস্ট পুজোর অনুমতিও দিয়ে দেওয়া হয়৷ কিন্তু সেদিনই ফের সেচ দফতরের এক আধিকারিক অনুমোদন পত্রটি ফিরত চান৷ তিনি বলেন, এই চিঠিতে কিছু বিষয় যোগ করতে হবে। সবশেষে জানানো হয়,  শুভেন্দু অধিকারীকে ক্লাবের সভাপতি পদ থেকে না সরালে পুজোর অনুমতি দেওয়া যাবে না৷ 

আরও পড়ুন- ভাগ্যের খেলা, মুখ্যমন্ত্রী হব তো ভবানীপুর থেকেই: মমতা

প্রসঙ্গত কাঁথিতে এই পুজো শুভেন্দুদার পুজো বলেই পরিচিত৷ গত বছপ পর্যন্ত এই ক্লাব পুজোর অনুমোদন পেয়েছে৷ কিন্তু শুভেন্দু অধিকারী দল বদলানোর পরেই এই সমস্যার সূত্রপাত৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *