কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাই কোর্ট৷ উচ্চ আদালতের একক বেঞ্চের সিদ্ধান্তের বিরুদ্ধে এ বার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন আইনজীবী আবু সোহেল। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার রক্ষা কবচের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি৷ এই বিষয়ে মামলা দায়েরের অনুমতিও দিয়েছে আদালত।
আরও পড়ুন- BREAKING: কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ পঞ্চায়েত ভোটের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু
গত ৮ ডিসেম্বর শুভেন্দুর বিরুদ্ধে ২৬টি এফআইআর দায়ের করা হয়৷ সেই এফআইআর-এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন বিচারপতি মান্থা। একই সঙ্গে বিচারপতি তাঁর নির্দেশে জানান, আদালতের অনুমতি ছাড়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে কোনও এফআইআর দায়ের করা যাবে না৷ আদালতের এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানানো হয়েছে৷
মামলাকারীর আইনজীবীর দাবি, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় দায়ের হওয়া একটি মামলায় তিনি অন্যতম পক্ষ হলেও তাঁর বক্তব্য না শুনেই রায় দিয়েছে সিঙ্গল বেঞ্চ।
প্রসঙ্গত, হাল আমলে শুভেন্দুর বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের করা হয়েছে৷ এর বিরুদ্ধেই হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আদালতের কাছে শুভেন্দুর আবেদন ছিল, হয় এফআইআরগুলি খারিজ করে দেওয়া হোক, নাহলে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করুক সিবিআই। এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ ছিল, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত জন প্রতিনিধি। পুলিশ নিজে অথবা অন্য কারও নির্দেশে তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে জনগণের প্রতি তাঁর কর্তব্য পালনে বাধা দেওয়ার চেষ্টা করছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>