BREAKING: কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ পঞ্চায়েত ভোটের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু

BREAKING: কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ পঞ্চায়েত ভোটের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু

কলকাতা: কেন্দ্রীয় বাহিনী দিয়ে হোক পঞ্চায়েত ভোট৷  আবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷ শুধু তা-ই নয়, অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে পঞ্চায়েত ভোট করানোর আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা৷

 

আরও পড়ুন-তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না, শুভেন্দুর ‘ডিসেম্বর’ হুঁশিয়ারির পাল্টা জেলবন্দি পার্থর!

সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে৷ কিন্তু শুভেন্দুর আইনজীবী সময় চান। সেই আবেদন মেনে মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে।

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট৷ ক্ষমতা দখলে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষে জোর সওয়াল করেছে বিজেপি৷ দিন কয়েক আগে নির্বাচন প্রসঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী চাই, যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে। আমাদের সাহায্য করতে হবে না। কর্মীরাই যথেষ্ট। যেভাবে খুন, গোলাগুলি হচ্ছে তাতে কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে নির্বাচন সম্ভব নয়।’’

ভোটের আগে অনুব্রত মণ্ডল জামিনে ছাড়া পেলে বীরভূমে শান্তিপূর্ণ নির্বাচন হবে না বলেও দাবি করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর একটাই কথা, শান্তিতে ভোট করতে গেলে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। একই দাবিতে সোচ্চার হয়েছেন বিরোধী দলনেতাও৷ এবার কেন্দ্রীয় বাহিনী চেয়ে একেবারে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি৷