গান্ধীমূর্তির নীচে অবস্থানে বাধা, পুলিশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

গান্ধীমূর্তির নীচে অবস্থানে বাধা, পুলিশের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীরা

কলকাতা:  চাকরির দাবিতে পথে নেমেছেন ২০১২ এবং ২০১৪ সালের টেটে উত্তীর্ণ প্রার্থীরা৷ কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে তাঁদের ৫ দিনের জন্য ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসার অনুমতি দিয়েছিল পুলিশ৷ কিন্তু, অভিযোগ সেই অবস্থান বিক্ষোভে বাধা দেয় পুলিশই৷ এই অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হল৷ বুধবার মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা৷  

আরও পড়ুন- ২০১৭ টেটের মেধা তালিকা বিকৃত করেছে পর্ষদ! হাইকোর্টে রুজু মামলা, জরুরি ভিত্তিতে শুনানি

চাকরিপ্রার্থীদের অভিযোগ, তাঁরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলেন৷ তাতে বাধা দেয় পুলিশ৷ গান্ধীমূর্তির পাদদেশে ধর্না চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশের এই ‘জুলুমে’র বিরুদ্ধেই উচ্চ আদালতের দ্বারস্থ করিপ্রার্থীরা। মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে তাঁদের৷

প্রসঙ্গত, এসএসসি এবং টেট  দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য৷ যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের৷ ন্যায্য চাকরির দাবিতে গত কয়েক দিন ধরেই শহরের নানা প্রান্তে বিক্ষোভ আন্দোলন চলাচ্ছেন প্রার্থীরা। তাঁদের এই অবস্থান সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে৷ সেই মামলার রায় ঘোষণা স্থগিত রাখা হয়েছে৷ এরই মধ্যে নতুন ফের গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে হাই কোর্টে নতুন করে মামলা দায়ের করা হল৷