Aajbikel

২০১৭ টেটের মেধা তালিকা বিকৃত করেছে পর্ষদ! হাইকোর্টে রুজু মামলা, জরুরি ভিত্তিতে শুনানি

 | 
gautam

কলকাতা:  পাঁচ বছর পর গত সোমবার ২০১৭ সালের টেট পরীক্ষার  মেধা তালিকা  প্রকাশ করে পর্ষদ।  সেই তালিকা ঘিরেই চাঞ্চল্যকর অভিযোগ৷ ওই তালিকা নাকি বিকৃত করেই প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি গৌতম পাল৷ কলকাতা হাইকোর্টে এই অভিযোগ জানানো হলে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- তুলনায় এদিন বঙ্গে বৃদ্ধি আক্রান্তের, কোভিড গ্রাফ জেনে নিন

গত সোমবার পর্ষদ সভাপতি গৌতম পাল সংবাদিক সম্মেলন করে বলেছিলেন, ‘আমরা চেষ্টা করছি আজ রাতের মধ্যেই ২০১৭ সালের টেট উত্তীর্ণদের নম্বর ওয়েবসাইটে আপলোড করে দেওয়ার।’ তাঁর সাংবাদিক সম্মেলনের পরেই নম্বর-সহ মেধা তালিকা প্রকাশ করা হয়৷ কিন্তু সেই মেধাতালিকাও সন্দেহের উর্ধ্বে নয়৷ বরং উঠল গুরুতর অভিযোগ৷ মামলা গড়াল হাই কোর্টে৷ 

বুধবার মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় একান্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই মামলা নিয়ে কথা বলেন। সেই সময় তিনি বিচারপতিকে জানান, জানুয়ারি মাসে প্রকাশিত নম্বরের সঙ্গে সোমবার রাতে প্রকাশিত মেধাতালিকার আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। এক প্রার্থীর ওএমআর সিট তুলে ধরে তিনি দেখান, যে সেই প্রার্থী জানুয়ারি মাসে মাত্র ২৪ পেয়েছিলেন, সোমবার প্রকাশিত মেধাতালিকায় তাঁর নম্বর বেড়ে দাঁড়ায় ৮৫! এটা কী ভাবে সম্ভব? মেধাতালিকায় নম্বর বিকৃত করা হয়েছে৷ 

Around The Web

Trending News

You May like