নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে ধূমপায়ীদের জন্য খারাপ খবর শুনিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ শুল্ক বসানো হয়েছে সিগারেটের উপরে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর ফলে সিগারেটের দামের উপর প্রভাব পড়বে। তবে তা খুবই সামান্য। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের সিগারেটের দাম বাড়তে পারে। তবে সবটাই সামান্য পরিমাণে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একটি সিগারেটের দাম বাড়বে মাত্র ৭ থেকে ১২ পয়সা। ফলে এই দাম বৃদ্ধি ধূমপায়ীদের পকেটে বিশেষ প্রভাব ফেলবে না৷ সিগারেট সংস্থাগুলিও সহজেই এই ধাক্কা সামলাতে পারবে বলে মনে করা হচ্ছে। কোম্পানিগুলির লাভের মার্জিনের উপর এটি কোনও প্রভাব ফেলবে না বলেই বিশেষজ্ঞদের মত।
আরও পড়ুন- বছরের শুরুতেই বাড়ল খরচ, আজ থেকেই বেড়ে গেল দুধের দাম
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বাজেট বাজেট বক্তৃতায় সিগারেটের উপর ১৬ শতাংশ কর বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই কর বৃদ্ধির জন্য সিগারেট প্রস্তুতকারকদের মুনাফায় বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে না। এক্ষেত্রে কর বৃদ্ধি পেতে পারে ১৫-১৬ শতাংশ। সিগারেটের ধরন বিশেষে ৭ থেকে ১২ পয়সা বৃদ্ধি পেতে পারে দাম। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি লাভের উপর এক শতাংশের তুলনাতেও কম ফেলবে। আগামী ১ এপ্রিল থেকে নয়া দাম লাগু হবে৷
২০২৩-২৪ সাধারণ বাজেট ঘোষণার পর থেকেই চিন্তায় পড়েছেন ধূমপায়ীরা৷ সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা৷ কেউ লিখছেন, ‘সহ্য করে নিতে হবে’। কেউ আবার কেউ লিখলেন, ‘যেভাবে সিগারেটের দাম বাড়ছে, তাতে এবার থেকে সুখটানের জন্য সোনার দোকানে যেতে হবে।’ কেউ আবার লিখছেন, ‘এবার থেকে অনলাইনে সবথেকে বেশি লেনদেন ১৮ টাকা থেকে বেড়ে ২০ টাকা হয়ে যাবে।’ এসব দেখে অনেকেই ভাবছেন সিগারেট খাওয়া ছেড়ে দেবেন৷
সরকারের লক্ষ্য, সাধারণ মানুষের মধ্যে তামাক এবং তামাকজাত দ্রব্য সেবনে উৎসাহ কমানো ৷ সেই কারণেই এবার নতুন এই সেস চাপল সিগারেটের উপরে৷ নির্মলার বাজেট ঘোষণার পর ৭০ মিলিমিটারের বেশি কিন্তু ৭৫ মিমি দৈর্ঘ্যের কম, এমন ফিল্টার সিগারেটের উপর প্রতি ১০০০ স্টিকের ক্ষেত্রে শুল্ক ৫৪৫ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬৩০ টাকা। ৬৫ মিলিমিটারের বেশি কিন্তু ৭০ মিলিমিটারের কম এমন ১০০০ স্টিকের ক্ষেত্রে শুল্ক ৪৪০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৫১০ টাকা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>