বছরের শুরুতেই বাড়ল খরচ, আজ থেকেই বেড়ে গেল দুধের দাম

বছরের শুরুতেই বাড়ল খরচ, আজ থেকেই বেড়ে গেল দুধের দাম

আমদাবাদ: বছরের শুরুতেই আম আদমির পকেটে টান৷  আরও একবার দাম বাড়ল দুধের। লিটার প্রতি ৩ টাকা বাড়ছে আমূল ব্র্যান্ডের দুধের দাম৷  শুক্রবার গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন দুধের দাম বাড়ার কথা ঘোষণা করেছে। আজ, ৩ ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে নয়া দাম৷ গুজরাট ছাড়া বাকি সব রাজ্যেই এখন থেকে বেশি টাকা দিয়ে দুধ কিনতে হবে ক্রেতাদের।  ৫০০ মিলিলিটার আমূল তাজার দাম হল ২৭ টাকা। ৫০০ মিলি আমূল কাউ মিল্কের দাম পড়বে ২৮ টাকা এবং ৫০০ মিলি আমূল এ২ বাফেলো মিল্ক এখন মিলবে ৩৫ টাকায়।

আরও পড়ুন- মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন, আবু ধাবিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানে

আমূলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, গুজরাতে আমূল দুধের দাম বাড়ছে না। গুজরাট ছাড়া দিল্লি, মুম্বই ও কলকাতার বাজারে লিটার প্রতি ৩ টাকা করে দুধের দাম বাড়ানো হয়েছে। GCMMF-র মুম্বইয়ের অফিসের তরফে বিজ্ঞপ্তি দারি করে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকেই এই নয়া দাম প্রযোজ্য় হয়েছে।

নতুন দামে এবার থেকে এক লিটার আমূল তাজা কিনতে হলে দিতে হবে ৫৪ টাকা। এক লিটার আমূল গোল্ড মিলবে ৬৬ টাকায়। এক লিটার কাউ মিল্কের প্যাকেটের দাম পড়বে ৫৬ টাকা। আর আমূল এ২ বাফেলো মিল্কের প্যাকেটের দাম হচ্ছে ৭০ টাকা।

গত বছরেও পরপর দাম বাড়েছিল আমূল দুধের। তবে তা শুধুমাত্র দিল্লি-এনসিআর এলাকাতেই সীমাবদ্ধ ছিল।  দিওয়ালির সময় গুজরাট ছাড়া প্রায় সব রাজ্যেই আমূল গোল্ড, আমূল তাজা, আমূল শক্তির দাম বেড়েছিল ২ টাকা করে। এবার কলকাতায় বাড়ছে দুঝের দাম৷ চাপ বাড়বে মধ্যবিত্তের৷