গুয়াহাটি: দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশ জুড়ে আরো ৪টি রাজ্যেও নির্বাচন আসন্ন। পাঁচ রাজ্যের এই প্রাক-নির্বাচনী উত্তাপেই এখন কার্যত ফুটছে গোটা দেশ। এমতাবস্থায়, ভোটমুখী আসামের রাজনৈতিক উত্তেজনার পারদ চড়িয়ে সামনে এল চাঞ্চল্যকর ঘটনা। ভোটের মহাযুদ্ধ শুরু হওয়ার আগেই আসামে খুন হলেন এক বিজেপি বুথ কর্মী, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আসামের টিনসুকিয়া জেলায়। ভারতীয় জনতা পার্টির ওই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলেই খবর। আসামের এক গ্রাম পঞ্চায়েতের বুথ প্রেসিডেন্ট ছিলেন তিনি। ভোটের আবহে এই খুনের ঘটনা স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম দেবানন্দ গগোই। দুমদুমা নাগাও এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিজেপি শাসিত আসামে গেরুয়া সমর্থকের এই মৃত্যুতে শুরু হয়েছে তোলপাড়। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বনন্দ সোনোয়াল। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “আমি আসামের বিজেপি কার্যকর্তার এই নির্মম হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওঁর পরিবারের মানুষদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।” আসামে এই ধরণের হিংসাত্মক ক্রিয়াকলাপ যে একেবারেই বরদাস্ত করা হবে না, তাও স্পষ্ট করেছেন সর্বনন্দ সোনোয়াল। “আমি নিশ্চিত করে বলছি এই ঘটনায় যাঁরা দোষী আইন তাঁদের কড়া শাস্তি দেবে।”
আরও পড়ুন- সিপিএম এবার ‘হাতিয়ার’ করল লুঙ্গি ডান্সকে! টুম্পার পর নতুন প্যারোডি গান
ঘটনার মূল অভিযুক্ত চন্দ্রা গগোইকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে তিনি ওই একই গ্রামের বাসিন্দা। আসাম পুলিশের স্পেশাল ডিজিপি জিপি সিং এদিন ট্যুইট করে বলেন, “মূল অভিযুক্ত চন্দ্রা গগোইকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই হত্যাকার্যে ব্যবহৃত ধারালো অস্ত্রটি উদ্ধার করা চেষ্টা চালাচ্ছি। তদন্ত চলছে।” চলতি মাস থেকেই আসামে শুরু হচ্ছে দুই দফার বিধানসভা নির্বাচন।