‘জোটে ভোট বুক চিতিয়ে’! আবারো ভাইরাল গানে প্রচার লাল ব্রিগেডের

‘জোটে ভোট বুক চিতিয়ে’! আবারো ভাইরাল গানে প্রচার লাল ব্রিগেডের

8a6d5c73492fcfd1db4088e53e7898b1

কলকাতা: ২৮ ফেব্রুয়ারি ব্রিগেড উপলক্ষে প্রচন্ড ভাইরাল হয়ে যাওয়া গান ‘টুম্পা সোনা’র প্যারোডি গান বের করে প্রচার শুরু করেছিল সিপিএম। পরবর্তী ক্ষেত্রে বলিউডের অত্যন্ত জনপ্রিয় একটি গান ‘লুঙ্গি ডান্স’-এর প্যারোডি করেও নিজেদের প্রচার আরো বেশি ভাইরাল করেছে তারা। ফের একবার ভাইরাল গান এর সাহায্য নিয়ে নিজেদের প্রচার শুরু করল লাল বাহিনী। তবে এবার আর নতুন কোন ভাইরাল গান নয়, সেই ‘টুম্পা সোনা’ গানের দ্বিতীয় প্যারোডি এটা। এটিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

টুম্পা সোনার প্রথম প্যারোডির মতো দ্বিতীয় প্যারোডি গানেও বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে চরম আক্রমণ করা হয়েছে। এবার বলা হয়েছে, “একুশে ঘুরিবে খেলা/ চাকরি আর ভাতের থালা/ যারা সব বলেছিল পাকা চুল ভরে গেল/বামেদের ইয়ং ব্রিগেড বুক চিতিয়ে পাঙ্গা নিল।” এর আগে লুঙ্গি ডান্স গানের প্যারোডি গান লিখেছেন রাহুল পাল এবং সেই গান গেয়েছেন নীলাব্জ নিয়োগী। গানের প্রতিটি লাইনে একদিকে যেমন আক্রমণ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসকে, অন্যদিকে একহাত নেওয়া হয়েছিল ভারতীয় জনতা পার্টি শিবিরকেও। গানের প্যারোডিতে উঠে এসেছে কয়লা থেকে বালি পাচারের কথা, এস এস সি এবং টেটের ঘুষের কথা, অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে লকডাউন পরিস্থিতিতে থালা বাজানো। এই সবকিছুর পরে সিপিএম কর্মী এবং সমর্থকদের জন্য মূল স্লোগান ছিল, “হাল ফেরাও, লাল ফেরাও”। আর এবার ‘জোটে ভোট বুক চিতিয়ে’। 

আরও পড়ুন- তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সম্পত্তির পরিমাণ কত জানেন? পড়ুন বিস্তারিত

নির্বাচনে ভোট প্রচার শুধুমাত্র রাস্তায় নেমে আর করছে না কোন দল। এখন ডিজিটাল মিডিয়ায় অন্য এক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে সবার মধ্যে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিএম কেউ বাদ নেই। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী গান মুক্তি পেয়েছিল, বিজেপিও বিশ্ব বিখ্যাত গান ‘বেলা চাও’-এর প্যারোডি বানিয়ে গান ভাইরাল করেছে। সিপিএমের ব্রিগেড প্রচারে ছিল টুম্পা সোনা চমক, তারপর তাদের নতুন প্যারোডি গান “হাল ফেরাও, লাল ফেরাও” ভাইরাল হয়। এবার  ‘জোটে ভোট বুক চিতিয়ে’ সমান ভাইরাল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সিপিএম এবার ‘হাতিয়ার’ করল লুঙ্গি ডান্সকে! টুম্পার পর নতুন প্যারোডি গান

সিপিএম এবার ‘হাতিয়ার’ করল লুঙ্গি ডান্সকে! টুম্পার পর নতুন প্যারোডি গান

3d9697ef3466cd5c1f21b07090fd2932

কলকাতা: টুম্পা সোনা গানের প্যারোডি বানিয়ে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সিপিএমের প্রচার ভিডিও। একাংশ সমালোচনা করলেও বেশিরভাগ মানুষ সিপিএমের এই প্রচারের পদক্ষেপকে সুনজরেই দেখেছেন। মূলত ব্রিগেড উপলক্ষে সেই গানের প্যারোডি ভিডিও ভাইরাল হয়েছিল। এবার আবার একটি জনপ্রিয় গানের প্যারোডি বানিয়ে নিজেদের প্রচার শুরু করল লাল বাহিনী। ‘টুম্পা সোনা’ গানের পর এবার তাদের হাতিয়ার বলিউডের বাদশা শাহরুখ খান অভিনীত ছবি ‘চেন্নাই এক্সপ্রেসে’র বিখ্যাত এবং জনপ্রিয় গান ‘লুঙ্গি ডান্স’! ইতিমধ্যে এই প্যারোডি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। 

লুঙ্গি ডান্স গানের এই প্যারোডি গান লিখেছেন রাহুল পাল এবং সেই গান গেয়েছেন নীলাব্জ নিয়োগী। গানের প্রতিটি লাইনে একদিকে যেমন আক্রমণ করা হয়েছে তৃণমূল কংগ্রেসকে, অন্যদিকে একহাত নেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি শিবিরকেও। গানের প্যারোডিতে উঠে এসেছে কয়লা থেকে বালি পাচারের কথা, এস এস সি এবং টেটের ঘুষের কথা, অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে লকডাউন পরিস্থিতিতে থালা বাজানো। এই সবকিছুর পরে সিপিএম কর্মী এবং সমর্থকদের জন্য মূল স্লোগান, “হাল ফেরাও, লাল ফেরাও”। এই প্যারোডি গানের কয়েকটি লাইন এইরকম… “গরীবের টাকা নিল সারদার ছিপে/ কয়লা থেকে বালি ভাইপোর গ্রিপে/ জমিয়ে ঘুষ নিল এসএসসি টেটে/ কাটমানিও নিল কলেজের গেটে!” আবার, “রেলও ব্যাচে বীমা ব্যাচে/ গ্যাসের দাম শুনে পরেছি প্যাঁচে/ প্যান্ডেমিকে বাজিয়েছি থালা/ সরকার কানে ঝুলিয়েছে তালা… হাল ফেরাও লাল ফেরাও, লাল ফেরাও হাল ফেরাও…

আরও পড়ুন-  ‘আমি ঘুষি মারিনি, মহিলা আমাকে গালি দিয়েছিল’, বললেন Zomato কর্মী

নির্বাচনে ভোট প্রচার শুধুমাত্র রাস্তায় নেমে আর করছে না কোন দল। এখন ডিজিটাল মিডিয়ায় অন্য এক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে সবার মধ্যে। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিএম কেউ বাদ নেই। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী গান মুক্তি পেয়েছিল, বিজেপিও বিশ্ব বিখ্যাত গান ‘বেলা চাও’-এর প্যারোডি বানিয়ে গান ভাইরাল করেছে। সিপিএমের ব্রিগেড প্রচারে ছিল টুম্পা সোনা চমক, এবার আবার তাদের নতুন প্যারোডি গান ভাইরাল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *