অধিকারী ‘বুথে’ও তৃণমূল কাঁটা, পিছিয়ে গেরুয়া শিবির

অধিকারী ‘বুথে’ও তৃণমূল কাঁটা, পিছিয়ে গেরুয়া শিবির

 

কাঁথি: একুশের ভোটে ভরাডুবি ঘটেছে গেরুয়া শিবিরের৷ বিতর্কে উস্কে মান বাঁচিয়েছেন শুভেন্দু অধিকারী৷ কিন্তু অধিকারী গড় বলে পরিচিত কাঁথির যে বুথে ভোট দেন শুভেন্দুর গোটা পরিবার, সেই বুথেই পিছিয়ে গেরুয়া শিবির! দুই একটি ভোটে নয়, পুরো ৫৪টি ভোটে তাঁদের পিছনে ফেলেছে তৃণমূল কংগ্রেস৷ 

আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা, আজই বঙ্গে শাহী মন্ত্রকের ৪ সদস্যের প্রতিনিধ দল

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করলেও তিনি যত বেশি ভোটে জেতার হুঙ্কার দিয়েছিলেন, তত বেশি ভোট পাননি৷ তার উপর তাঁর নিজের বুথেই পিছিয়ে পড়ে বিজেপি৷ যা পদ্ম শিবিরে হতাশা আরও বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট৷ এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷ জানা গিয়েথে, কাঁথি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ৮৩ নম্বর বুথে ভোট দেয় অধিকারী পরিবার৷ এতদিন এই বুথে ভোট দিতেন শুভেন্দু নিজেও৷ যদিও এবার তিনি ভোট দিয়েছেন নন্দীগ্রামে৷ এই বুথে তৃণমূল পেয়েছে ২৬৫টি ভোট৷ আর বিজেপি’র ঝুলিতে এসেছে ২১১টি৷ অর্থাৎ এই বুথে ৫৪ ভোটে গেরুয়া শিবিরকে পিছনে ফেলে দিয়েছে তৃণমূল৷   

আরও পড়ুন- আজ থেকে বিধানসভায় শুরু শপথগ্রহণ পর্ব, তালিকায় গুচ্ছ তারকা

যদিও এই ওয়ার্ডের অন্য বুথগুলিতে এগিয়ে গিয়েছে বিজেপি৷ কাঁশি পুরসভার ১৫টি ওয়ার্ডেই এগিয়ে রয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দল৷ কাঁথি কেন্দ্র থেকে এবারের ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীই৷ যা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে বিজেপি তথা অধিকারী পরিবারকে৷ কাঁথি কেন্দ্র পরাজিত তৃণমূলের জ্যোকির্ময় কর৷ যদিও তাঁর হুঙ্কার, হাতে কম সময় পাওয়াতেই বিপত্তি৷ নাহলে তিনিও দেখিয়ে দিতেন কাঁথি দক্ষিণ কার৷ অন্যদিকে, শুভেন্দু অধিকারীর দাবি, তাঁদের সঙ্গেই আছেন কাঁথির মানুষ৷ তবে অধিকারী পরিবার যে বুথে ভোট দেন, সেই বুথে বিজেপি’র পিছিয়ে থাকাটা নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ কেন এই বুথে পিছিয়ে পড়ল গেরুয়া দল? সেই প্রশ্নই এখন ঘুরপার খাচ্ছে৷     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =