দিনহাটা: গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে উঠেছিল গেরুয়া ঝড়। জয়ের সেই রেশ বজায় ছিল বিধানসভাতেও। দিনাহাটা থেকে জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক৷ কিন্তু তিনি সাংসদ পদ ধরে রাখায় ফের উপনির্বাচন হচ্ছে এই কেন্দ্রে৷ এই উপনির্বাচন বিজেপি’র কাছে এখন গড় বাঁচানোর লড়াই৷ কিন্ত খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বুথেই পোলিং এজেন্ট দিতে পারল না বিজেপি৷
আরও পড়ুন- ভোটের মাঝপথে বুথ ছেড়ে চলে গেলেন বিজেপি এজেন্ট, কিন্তু কেন?
উল্লখ্য, এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহ৷ বুথে এজেন্ট দিতে না পারার জন্য তৃণমূলকেই দুষলেন নিশীথ প্রামাণিক৷ তাঁর দাবি, শাসক দলের সন্ত্রাসের জন্যই বেশ কিছু বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি৷ যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন উদায়ন৷ উল্টে সশস্ত্র নিরাপত্তাবাহিনী নিয়ে ভোটের লাইনে কেন্দ্রীয় মন্ত্রী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ তুলেছেন তিনি৷
শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ ভোট দিতে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷ নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে তিনি ভেটাগুড়ি ৭/২৩৪ নং বুথে ভোটের লাইনে দাঁড়ান৷ ভোট দিতে এসেই তিনি জানতে পারেন তাঁর বুথেই বিজেপি’র কোনও পোলিং এজেন্ট নেই৷ এর পরেই নিশীথ বলেন, ‘ভোটের আগে থেকেই দিনহাটায় সন্ত্রাস রাজ কায়েম করেছে তৃণমূল কংগ্রেসের গুণ্ডাবাহিনী৷ বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা করা হচ্ছে, আগুন ধরানো হচ্ছে৷ চলছে লুটপাট, মারধোর৷ পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি।’ তবে তাঁর আশা, তৃণমূল সৃষ্ঠ এই ভয়ভীতিকে উপেক্ষা করেই দিনহাটার মানুষ বিজেপি’কে জয়যুক্ত করে গনতন্ত্র প্রতিষ্ঠা করবে৷
অন্যদিকে, নিশীথের দাবি খারিজ করে উদয়ন গুহ বলেন, ভোটে হারবে জেনেই মিথ্যে অভিযোগ আনছে৷ সকাল থেকেই গন্ডোগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি৷