শান্তিপুর: বাড়িতে শাসকদলের প্রাণনাশের হুমকি৷ যার জেরে বুথ ছেড়ে চলে গেলেন বিজেপি এজেন্ট৷ শনিবার এই ঘঠনারে জেরে উত্তপ্ত হয়ে উঠল শান্তিপুরের ২৫০ নম্বর বুথ৷ শাসকদলের হামলার ভয়ে বুথ ছেড়ে পালালেন বিজেপির এজেন্ট অমিত সরকার৷ বিষয়টি প্রকাশ্যে আসতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷
তিনি বলেন, ‘‘বিজেপির হয়ে শান্তিপুরের ২৫০ নম্বর বুথের এজেন্ট হয়েছিলাম৷ বুথে ছিলাম৷ খবর এল, বাড়িতে হামলা হচ্ছে৷ এমনকি বুথ না ছেড়ে গেলে প্রাণে মেরে ফেলা হবে বলেও ওরা পরিজনকে জানিয়ে দেয়৷ বাধ্য হয়েই ভোট চলাকালীন মাঝপথে বুথ ছেড়ে বাইরে চলে আসতে বাধ্য হই৷’’
প্রসঙ্গত, এদিন সকালেই ২৪০ নম্বর বুথে বিজেপি কর্মী তাপস দাসের বসার কথা ছিল। কিন্তু তাকে গতকাল রাতে শাসক দলের পক্ষ থেকে ভয় দেখানোর অভিযোগ ওঠে। বলা হয় বাড়ির বাইরে বেরোলে প্রানে মেরে দেব। সেই ভয়ে তাকে বাড়িতে আটকে রাখে তার পরিবারের লোকজন। সেই কারণেই ২৪০ নম্বর বুথ দীর্ঘক্ষন বিজেপি এজেন্টহীন অবস্থায় পড়ে থাকে। অবশেষে খবর পেয়ে সেখানে প্রার্থী নিজে পৌঁছান৷ পরে সেখানে এজেন্ট হিসেবে বসানো হয় অন্য এক কর্মীকে৷
বিজেপি প্রার্থী নিরঞ্জন বিশ্বাস বলেন, ‘‘বদলা নয়, বদল চায় স্লোগান দিয়ে ক্ষণতা এসেছিল তৃণমূল৷ কিন্তু এখন শুধু বদলা নয়, তালিবানি শাসন চালাচ্ছে ওরা৷ নির্বাচনের আগে সারারাত ধরে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। মুখে কালো কাপড় বেঁধে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়েছে যাতে তারা ভোট দিতে না বের হয়৷ তাররপরও মানুষ ভয় উপেক্ষা করে ভোট দিচ্ছেন দেখে এজেন্টদের বাড়িতে হামলা করছে৷ প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে৷ অথচ প্রশাসন নীরব৷’’ শাসকদল অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে৷